Kashmir: একদিকে দেশ যখন সেনাকর্তা বিপিন রাওয়াতকে শেষশ্রদ্ধা জানাতে ব্যস্ত, অন্যদিকে তখন কাশ্মীরে রক্তপাত। বান্দিপোড়ার গুলশন চক এলাকায় জঙ্গিদের গুলিতে নিহত দুই পুলিশকর্মী। শুক্রবার সকালে পুলিশের টহলদারি ভ্যান লক্ষ্য করে সন্দেহভাজন জঙ্গিরা গুলি চালায়। তাতেই শহিদ হয়েছেন দুই পুলিশকর্মী। জানা গিয়েছে, মৃতদের নাম সার্জেন্ট মহম্মদ সুলতান, কনস্টেবল ফৈয়াজ আহমেদ।
এই জঙ্গি হানার তীব্র নিন্দা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি ট্যুইটে লেখেন, ‘উত্তর কাশ্মীরের বান্দিপোরায় শুক্রবার সকালে হওয়া জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি। এই গুলি চালনার ঘটনায় দুই কর্তব্যনিষ্ঠ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আল্লাহ তাঁদের আত্মার শান্তি দিক এবং পরিবার দু’টিকে ঘুরে দাঁড়ানোর শক্তি দিক।‘
এদিকে, ২০১৯ সালের ৫ আগস্ট, জম্মু-কাশ্মীর থেকে বাতিল হয় ৩৭০ ধারা। কেন্দ্র ঘোষণা করে যে, উপত্যাকাকে দু’টি কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করা হবে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া তথ্য, যা জম্মু-কাশ্মীর পুলিশের কাছে উপলব্ধ, সেখানে উল্লেখ যে- ২০১৯ সালের ৫ আগস্টের পর থেকে প্রতি মাসে গড়ে উপত্যাকায় ৩.২ জনের প্রাণহানী ঘটে। তুলনায় এর পাঁচ বছরের আগের পরিসংখ্যান অনুসারে সন্ত্রাসবাদী হামলায় প্রতি মাসে গড়ে ২.৮ জনের মৃত্যু হয়েছে। এই দুই ক্ষেত্রে সেনাকর্মীর হত্যার ঘটনা যথাক্রমে প্রতি মাসের ১.৭ জন ও ২.৮ জন।
২০১৪ সালের মে থেকে ২০১৯-য়ের ৫ আগস্ট- এই ৬৩ মাসে জম্মু-কাশ্মীরে ১৭৭ জন অসামরিক ব্যক্তির প্রাণ গিয়েছিল। ২০১৯ সালের ৫ আগস্টের পর ২৭ মাসে (চলতি বছর নভেম্বর পর্যন্ত) ৮৭ জন অসামরিক ব্যক্তির প্রাণহানী ঘটেছে। এর মধ্যে চলতি বছরেই মৃত্যু হয়েছে ৪০ জনের বেশি।
স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে উল্লেখ, ২০১৯ সালে জম্মু-কাশ্মীরে ২৫৫টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে। ২০২০ সালে হয়েছে ২৪৪টি। আর চলতি বছরের নভেম্বর পর্যন্ত জঙ্গি হামলার পরিসংখ্যান ২০০ পার করে গিয়েছে।
রাজ্যসভায় স্বারাষ্ট্রমন্ত্রেকর প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ১লা ডিসেম্বরের দেওয়া রিপোর্টে উল্লেখ, উপত্যাকায় জঙ্গি হামলার ঘটনা কমছে। কিন্তু, জম্মু-কাশ্মীরে ক্রমশ অসামরিক ব্যক্তিদের উপর হামলার ঘটনা বেড়েছে। হামলার শিকার বিশেষ করে সংখ্যালঘু (হিন্দু পণ্ডিত, শিখ) ও পরিযায়ী শ্রমিকরা। ফলে প্রশ্নের মুখে নিরাপত্তা। জম্মু-কাশ্মীর পুলিশের দাবি, এঅই ধরণের হামলা বৃদ্ধির পরই তল্লাশি বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে ২০ জন জঙ্গি নিকেশ হয়েছে। এদের মধ্যে একজন বেসামরিক হত্যার সঙ্গে সরাসরি যুক্ত ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিকের কথায়, ‘এনকাউন্টারের সাফল্যের জন্য ইন্টালিজেন্স ব্যুরো ও জম্মু-কাশ্মীর পুলিশের ভূমিকা অনবদ্য। এছাড়া হামলা ও গুপ্তহত্যা রোধেও সাফল্য মিলছে।’ এক নিরাপত্তা আধিকারিকের দাবি, ‘পুরো বিষয়টি সীমান্তের ওপার থেকে পরিচালনা করা হচ্ছে। আসলে উপত্যকায় কোনও এক জন কমান্ডার অপারেশন পরিচালনা করছে না…।’
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন