Advertisment

Army convoy attacked: পুঞ্চে সেনা কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, জঙ্গিদের খোঁজে জারি তল্লাশি অভিযান

ফের সেনা কনভয়ে জঙ্গি হামলা পুঞ্চে। সন্দেহভাজন জঙ্গিরা শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিরাপত্তা বাহিনীর কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Military convoy

ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট করোস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফের সেনা কনভয়ে জঙ্গি হামলা পুঞ্চে। সন্দেহভাজন জঙ্গিরা শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিরাপত্তা বাহিনীর কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনীর জওয়ানরা। শুরু হয় অনুসন্ধান অভিযান।

যদিও আজকের এই হামলায় কোনো নিরাপত্তা কর্মী আহত হয়নি বলেই সেন সূত্রে খবর।

Advertisment

সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেছে, 'সন্দেহভাজন জঙ্গিরা সেনা কনভয় লক্ষ্য করে গুলি চালিয়েছে। হামলায় আমাদের সেনাদের কোনো ক্ষতি হয়নি। ভারতীয় সেনাবাহিনী এবং জেকেপি (জম্মু ও কাশ্মীর পুলিশ) যৌথ অনুসন্ধান অভিযান চালাচ্ছে'।

২১ ডিসেম্বর পুঞ্চের ডেরা কি গালি এলাকার সেনার গাড়িতে একই ধরনের হামলা হয়েছিল। হামলায় চার সেনা নিহত হয়। আধিকারিকরা জানিয়েছেন, রাজৌরি ও পুঞ্চ জেলায় নিরাপত্তা কর্মী ও সাধারণ নাগরিকদের টার্গেট করছে জঙ্গিরা। এর আগে এই দুই জেলার পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।

২০২৩ সালে, রাজৌরি এবং পুঞ্চে জঙ্গিরা চারটি পৃথক হামলা চালায় যাতে মোট ১৯ জন সেনা শহীদ হয়৷ গত বছর, নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর এবং উভয় জেলার অন্তর্বর্তী অঞ্চলে ৩০জনের বেশি জঙ্গিকে নিকেশ করে।

Jammu & Kashmir
Advertisment