ভারতে হামলার ছক বদল। সীমান্তে অনুপ্রবেশের বদলে জঙ্গিরা এখন এলওসি বরাবর অত্যাধুনিক অস্ত্র ফেলে যাচ্ছে। সেনা বাহিনী চলতি বছর এলওসি বরাবর ১৩ টি অভিযান চালিয়েছে এবং উদ্ধার করা হয়েছে সাতটি AK-47 এবং AK-56 রাইফেল, ২৩টি পিস্তল, ১৫টি হ্যাণ্ড গ্রেনেড, ১২ কেজি মাদকদ্রব্য এবং ৫০ লাখ টাকার বেশি নগদ।
সেনা সূত্রের খবর, সীমান্তে অনুপ্রবেশের বদলে হামলার ছক বদল করছে জঙ্গিরা। ওপার থেকে জঙ্গিরা নিয়ন্ত্রণ রেখার (এলওসি) বরাবর অস্ত্র ও গোলাবারুদ ফেলে যাচ্ছে যাতে ভারতের দিক থেকে তাদের সহযোগীরা সেগুলিকে তুলে নিতে পারে।
সর্বশেষ অভিযানটি গত সপ্তাহে কাশ্মীরের কুপওয়ারায় হয়। সেনা বাহিনী পাঁচটি একে রাইফেল, সাতটি পিস্তল, চারটি হ্যাণ্ড গ্রেনেড এবং অন্যান্য সামগ্রী সহ অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করে।
সূত্র ইণ্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে “সীমান্ত পার করে অনুপ্রবেশের চেষ্টার ধরণ বদলাতে শুরু করেছে জঙ্গিরা। সাম্প্রতিক সময়ে একাধিক উদাহরণ রয়েছে যেখানে জঙ্গিরা এলওসির কাছে অস্ত্র ফেলে দেওয়ার বিকল্প বেছে নিচ্ছেন, যাতে ভারতে থাকা তাদের সহযোগীরা সেই অস্ত্র তুলে নিতে পারে।”
এই বছর, বাহিনী কাশ্মীরে অনুপ্রবেশের প্রচেষ্টা সম্পর্কে বিভিন্ন সংস্থার কাছ থেকে প্রায় ৩৫০ টি ইনপুট পেয়েছে এবং প্রায় ২০ জন জঙ্গিকে গুলি করা হত্যা করা হয়েছে। অস্ত্র ফেলে রাখার জন্য বেশ কয়েকটি ড্রপ পয়েন্ট বেছে নিচ্ছেন জঙ্গিরা। কখনও কখনও, সন্ত্রাসীদের ভরণপোষণের জন্য এই জায়গাগুলিতে খাবার এবং অন্যান্য সরবরাহও রাখা হয়”।