সেনাবাহিনীর দীর্ঘদিনের বর্ধিত 'মিলিটারি সার্ভিস পে' (এমএসপি)-র দাবি নাকচ করে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এই সিদ্ধান্তে ব্যথিত সেনারা এবার সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করতে চলেছে বলে খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। জানা যাচ্ছে, তিন বাহিনীর 'জুনিয়র কমিশনড অফিসার' (জেসিও)-সহ প্রায় মোট লক্ষাধিক সেনার উপর প্রভাব ফেলবে এই কেন্দ্রীয় সিদ্ধান্ত।
একটি সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানাচ্ছে, "জেসিও এবং নৌসেনা ও বায়ুসেনার সমতুল পদের কর্মীদের এমএসপি-র দাবি খারিজ করে দিয়েছে অর্থ দফতর"। আর এর ফলে মোট ৮৭,৬৪৬ জন জেসিও এবং নৌ-বায়ু সেনার ২৫,৪৩৪ জন কর্মী ভুক্তভোগী হবেন।
'কঠিন পরিস্থিতিতে এবং প্রতিকূলতার মধ্যে' সেনাবাহিনীকে যেভাবে কাজ করতে হয়, তা কখনও বেতনের তুল্যমূল্য বিচারে হিসাব করা সম্ভব না। সে জন্যই 'মিলিটারি সার্ভিস পে' চালু করা হয়েছিল। বর্তমানে, এমএসপি-র দুটি স্তর- একটি অফিসারদের এবং অন্যটি জেসিও-দের। দাবি ছিল, চলতি নিয়মে জেসিও বা সমতুলদের মাসিক ৫,৫০০ টাকা এমএসপি বাড়িয়ে ১০,০০০ টাকা করা হোক। সূত্রের খবর, সরকার যদি এই দাবি মেনে নিত, সে ক্ষেত্রে এই খাতে প্রতি বছর মোট ৬৩০ কোটি টাকা অধিক ব্যায় হত। উল্লেখ্য, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, জেসিও এবং জওয়ানদের এমএসপি ৫,২০০ টাকা এবং অফিসারদের ক্ষেত্রে ১৫,৫০০ টাকা।
সেনাদের দাবি, জেসিও-রা গ্রুপ-বি গেজেটেড অফিসার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, ফলে তাঁদের এমএসপি বৃদ্ধির দাবি ন্যায্য।
Read the full story in English