মহরম উপলক্ষে পাকিস্তানে আকাশ ছুঁয়েছে দুধের দাম। সরকার নির্ধারিত মূল্য লিটার প্রতি ৯৪ টাকা হওয়া সত্ত্বেও দুধ বিক্রেতারা ১৪০ টাকা দরে বিক্রি করেছেন দুধ।
দুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে স্বভাবতই পেট্রোল (লিটার প্রতি ১১৩ টাকা) এবং ডিজেল (লিটার প্রতি ৯১ টাকা) কে পেছনে ফেলে দিয়েছে দুধের দাম। এই ছবি মূলত সিন্ধ প্রদেশের, তথা সিন্ধের রাজধানী করাচির।
আরও পড়ুন, কাশ্মীরের জন্য ইমরানের মেগা সভা, সাজ সাজ রব পাকিস্তানে
সাধারণত, মহরমের সময় পাকিস্তানের একাধিক শহরে রাস্তার দু'পাশের স্টলে দুধ, জল, ফলের রস বিলি করা হয় সাধারণ মানুষকে। তার ফলেই রাতারাতি বেড়ে যায় দুধের দাম। স্বভাবতই খুবই সমস্যায় পড়তে হয়েছে নিম্নবিত্ত পরিবারের সদস্যদের।
প্রতিবেশি দেশে দুধের দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব ভারতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমুল, মাদার ডেয়ারির মতো দেশের প্রথম শ্রেণির দুধ এবং দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক সংস্থা সম্প্রতি বেশ কিছুটা দাম বাড়িয়েছে দুধের। আগামী দিনেও তা ফের বাড়ানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
Read the full story in English