দুধের কন্টেনারে মদের বোতল! এমন অভিযোগেই এক দুধওয়ালাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দুধের কন্টেনারে মদের বোতল নিয়ে যাওয়ার অভিযোগে ববি চৌধুরি নামে বুলন্দশহরের এক বাসিন্দাকে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এক আত্মীয়ের জন্মদিনের পার্টি উপলক্ষে ওই ব্য়ক্তি মদের বোতল নিয়ে যাচ্ছিলেন।
উল্লেখ্য়, করোনার জেরে লকডাউনে মদের দোকান বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে ক'দিন আগেই মদের বিকল্প হিসেবে শেভিং লোশন পান করে মৃত্য়ু পর্যন্ত হয়েছে তামিলনাড়ুতে। এবার দিল্লিতে দুধের কন্টেনারে লুকিয়ে মদের বোতল নিয়ে যাওয়ার অভিযোগ রীতিমতো চাঞ্চল্য় ফেলেছে। দিল্লিতে ধৃত ব্য়ক্তির থেকে ৭টি মদের বোতল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: করোনায় ৭০ হাজার লিটার হ্য়ান্ড স্য়ানিটাইজার বানাবে বাকার্ডি
সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ, সাউথ অ্য়াভিনিউ থানার একটা দল টহল দিচ্ছিল। এ প্রসঙ্গে পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, ''সকালের পেট্রলিং টিম সেসময় ডিউটিতে ছিল। সাউথ অ্য়াভিনিউ পিকেটের কাছে একজন দুধওয়ালাকে ঘোরাফেরা করতে দেখেন তাঁরা। এ সময় সাধারণত দুধওয়ালারা বেরোন না, সে কারণেই ওই ব্য়ক্তির পথ আটকায় পুলিশ। কিন্তু বাইক নিয়ে চম্পট দেন ওই ব্য়ক্তি''।
উত্তর দিল্লির ডিসিপি জানিয়েছেন, ''বাইকটিকে ধাওয়া করে পুলিশ। রাষ্ট্রপতি ভবনের কাছে ওই ব্য়ক্তিকে পাকড়াও করা হয়। ওই ব্য়ক্তির কাছে ৪টি দুধের কন্টেনার ছিল। কন্টেনারে ৭ বোতল মদ ছিল। মহামারী আইন, দিল্লি শুল্ক আইন, এমভি আইন ও আইপিসি ধারায় ওই ব্য়ক্তিকে গ্রেফতার করা হয়েছে''।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গুরগাঁও থেকে মদের বোতল কিনেছিলেন ধৃত। বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলেন তিনি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ''আমরা ধৃতকে জেরা করছি''।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন