Advertisment

"খ্রিষ্টান হলেও বাবা চেয়েছিলেন তাঁকে দাহ করা হোক"

নির্মলা বলেন, "(ধর্মে খ্রিষ্টান হলেও) আমার বাবা নাস্তিক ছিলেন এবং মৃত্যুর পর তাঁর ইচ্ছানুযায়ী তাঁকে দাহ করা হয়। আমার মাকেও মৃত্যুর পর দাহই করা হয়েছিল"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ডঃ ভার্গিস ক্যুরিয়েনের জন্ম ১৯২১ সালের ২৬ নভেম্বর। এরপর ৯১ বছরের দীর্ঘ কর্মময় জীবনের শেষে ২০১২ সালের ৯ সেপ্টেম্বর তিনি প্রয়াত হন। এক্সপ্রেস আর্কাইভ।

আমুলের লভ্যাংশ ধর্মান্তরকরণে খরচ করতেন 'মিল্কম্যান', বিজেপি নেতার এমন দাবিকে নস্যাৎ করে দিলেন ভার্গিস-কন্যা নির্মলা ক্যুরিয়েন। গুজরাটের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ সংঘানি সম্প্রতি দাবি করেছিলেন যে ন্যাশনাল ডেয়ারি ডেভলেপমেন্ট বোর্ড (এনডিডিবি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভার্গিস ক্যুরিয়েন গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের মাধ্যমে ত্রিভূবনদাস প্যাটেল প্রতিষ্ঠিত আমুলের লভ্যাংশ ধর্মান্তরকরণের লক্ষ্যে খ্রিষ্টান মিশনারিদের হাতে তুলে দিতেন। এদিন সংঘানির এই দাবিই সম্পূর্ণ উড়িয়ে দিলেন নির্মলা ক্যুরিয়েন।

Advertisment

ডঃ ভার্গিস ক্যুরিয়েনের জন্ম ১৯২১ সালের ২৬ নভেম্বর। এরপর ৯১ বছরের দীর্ঘ কর্মময় জীবনের শেষে ২০১২ সালের ৯ সেপ্টেম্বর তিনি প্রয়াত হন। এদিন এনডিডিবি-তে ডঃ ক্যুরিয়েনের জন্মবার্ষিকী পালনের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সংবাদ সংস্থা পিটিআই-কে নির্মলা বলেন, "এ ধরনের মন্তব্যকে আমাদের গুরুত্ব না দেওয়াই উচিত। বরং ভার্গিস ক্যুরিয়েন তাঁর কাজের মাধ্যমে যেভাবে শ্বেত বিপ্লব সংঘটিত করেছেন, সে কথাই আমাদের স্মরণে রাখা উচিত"। তিনি আরও বলেন, "(ধর্মে খ্রিষ্টান হলেও) আমার বাবা নাস্তিক ছিলেন এবং মৃত্যুর পর তাঁর ইচ্ছানুযায়ী তাঁকে দাহ করা হয়। আমার মাকেও মৃত্যুর পর দাহই করা হয়েছিল"।

আরও পড়ুন- সংবিধান দিবস; ইতিহাস ও প্রাসঙ্গিকতা

দিলীপ সংঘানির অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছেন গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের বর্তমান ম্যানেজিং ডিরেক্টর ডঃ এস.আর. সোধি। তিনি জানান, দেশের সব কৃষকের ধর্মই ছিল ডঃ ক্যুরিয়েনের ধর্ম। স্মৃতি চারণ করতে গিয়ে এদিন সোধি বলেন, "ডঃ ক্যুরিয়েনের মৃত্যুর খবর পেয়ে আমি ও আমার সহকর্মীরা সেদিন হাসপাতালে উপস্থিত হই এবং শ্রীমতী ক্যুরিয়েন ও নির্মলার থেকে জানতে চাই, ডঃ ক্যুরিয়েনকে কোথায় সমাধিস্থ করা হবে?...ওঁরা জানান, শেষ ইচ্ছানুযায়ী তাঁকে দাহ করা হবে। ত্রিভূবনদাস প্যাটেলকে যেখানে দাহ করা হয়েছিল, এরপর ঠিক সেখানেই তাঁকেও দাহ করা হয়। এই ঘটনার তিন মাস পর মুম্বইতে শ্রমতী ক্যুরিয়েনের মৃত্যুর পর তাঁকেও দাহই করা হয়েছিল"।

Read the full story in English

bjp
Advertisment