scorecardresearch

উনুনে কড়াই বসিয়ে জল দিয়ে রান্না! গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে ‘রাঁধুনি’ মন্ত্রী চন্দ্রিমা

LPG Price Hike: প্রতিবাদ প্রসঙ্গে পুর-নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হলে, রান্নাঘরে আগুন জ্বলে।’

LPG Price Hike
মহার্ঘ রান্নার গ্যাসের দাম

 LPG Price Hike: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ। তেলের বদলে জল দিয়েই রান্না মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। সোমবার উজ্জ্বলা যোজনার দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তার পরের দিন রাজ্যের মন্ত্রীর এই প্রতীকী প্রতিবাদ তাৎপর্যপূর্ণ।

উনুনের ওপর  কড়াই বসিয়ে  সবজি রান্না। তেল নয়, রান্না হচ্ছে জলে। এই প্রতিবাদ প্রসঙ্গে পুর-নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হলে, রান্নাঘরে আগুন জ্বলে। এখানে তৃণমূল কংগ্রেসের অঙ্গনওয়াড়ি শাখার সদস্যরা আছেন। বাচ্চাদের খাবার সামগ্রী দেওয়া হচ্ছে। বাড়িতে রান্না হবে কী করে? গ্যাসের এত দাম!’  

চন্দ্রিমা ভট্টাচার্যের কটাক্ষের সুরে প্রতিক্রিয়া, ‘ঊজ্জ্বলা ঊজ্জ্বলা করে লাফায়। প্রথমে গ্যাসের লাইন ফ্রি। এখন আবার কী ফ্রি দেবে বলছে। কিন্তু গ্যাস কিনবে কী করে? সেই পাইপলাইনে এখন ন্যাতা, কাঁথা মেলা থাকে।‘ এদিকে,কলকাতায় ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ৮৬১ টাকা। মাত্র ৬ মাসেই ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম বেড়েছে ১৪১ টাকা। এক বছরে বেড়েছে প্রায় ২৪১ টাকা। এমনটাই অভিযোগ বিরোধীদের।পেট্রোল-ডিজেলের সঙ্গে এভাবে গ্যাসের দাম বাড়লে মুদ্রাস্ফীতি অনিবার্য। এমনটাই আশঙ্কা অর্থনীতিবিদদের।যদিও সরকারি তরফে গ্যাসের দামহ্রাসে  কোনও হেলদোল নেই।   

অপরদিকে, বছর ঘুরলেই উত্তরপ্রদেশে ভোট। তাই সেই রাজ্য থেকেই মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের উন্নত জীবনের স্বপ্নপূরণের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। সমস্ত বাড়ি বাড়ি থাকবে এলপিজি স্টোভ। পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড লাগবে না। স্বঘোষণা করলেই হবে।‘ এর আগে ২০১৬ সালে প্রথম বার উজ্জ্বলা যোজনা শুরু হয়। সেই সময়দরিদ্রসীমার নীচে বসবাসকারী পাঁচ কোটি মহিলাকে এই যোজনার আওতায় আনার লক্ষ্য নিয়েছিল কেন্দ্র।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Minister chandrima shows protest over price hike of lpg state