Advertisment

উত্তর প্রদেশে মন্ত্রীর ছেলের গাড়ি পিষল বিক্ষুব্ধ কৃষকদের! ট্যুইটে নিন্দা মুখ্যমন্ত্রী মমতার

Uttar Pradesh: ভারতীয় কিষাণ ইউনিয়ন সুত্রে খবর, এই দুর্ঘটনায় তাঁদের তিন জন সদস্য মৃত। আহত কৃষক নেতা তাজিন্দর সিং ভির্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
Farmers Protest at UP

লখিমপুর খেরিতে প্রতিবাদী কৃষকদের জমায়েত। ফাইল ছবি

Uttar Pradesh: প্রতিবাদীদের কৃষকদের উপর দিয়ে গাড়ি চালানোর অভিযোগে কাঠগড়ায় মন্ত্রী পুত্র। ভারতীয় কিষাণ ইউনিয়ন সুত্রে খবর, এই দুর্ঘটনায় তাঁদের তিন জন সদস্য মৃত। আহত কৃষক নেতা তাজিন্দর সিং ভির্ক। জানা গিয়েছে, উত্তর প্রদেশের লখিমপুর খেরির তিকুনিয়া এলাকার এই ঘটনা। সংযুক্ত কিষাণ মোর্চার মুখপাত্র জগতার সিং বলেন, ‘আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলের গাড়ি আমাদের পিষে দিয়ে চলে যায়। অনেকে আহত, একাধিক কৃষক নিহত।‘

Advertisment

তাঁর মন্তব্য, ‘কৃষকদের গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের কোনও অধিকার নেই।‘ ঘটনার গুরুত্ব বিচার নেতা কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকায়েত লখিমপুর খেরি রওয়না দিয়েছেন। এদিকে, এই ঘটনার জন্য অভিযুক্ত মন্ত্রীর ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সেই মন্ত্রীকে বরখাস্ত করার দাবি জানিয়েছে কৃষক সংগঠনগুলো।

এদিকে, এই ঘটনায় নিন্দা করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘লখিমপুর খেরির বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের কৃষকদের প্রতি বিজেপির বিমাতৃসুলভ আচরণ আমাকে মর্মাহত করেছে। তৃণমূল কংগ্রেসের ৫ সাংসদের প্রতিনিধি দল আগামিকাল মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবে। কৃষকদের প্রতি আমাদের নিঃস্বার্থ সমর্থন রয়েছে।‘

অপরদিকে, ধান কিনছে না সরকার। এই অভিযোগে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষুদ্ধ কৃষকদের জমায়েতে ধুন্ধুমার কাণ্ড শনিবার। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, রবিবার থেকেই ধান ক্রয়ের প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। এদিন শুধু মুখ্যমন্ত্রী নয়, বিধায়ক-সাংসদদের বাড়িও ঘেরাও করেন কৃষকরা।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার ঘোষণা করেন, রবিবার থেকেই সরকার ধান কিনতে শুরু করবে কৃষকদের কাছ থেকে। এদিন মুখ্যমন্ত্রী, ডেপুটি দুষ্মন্ত চৌটালা এবং কৃষিমন্ত্রী জে পি দালাল দিল্লিতে যান হাইকম্যান্ডের সঙ্গে এই নিয়ে আলোচনা করতে। সেখানে কৃষি মন্ত্রকের আধিকারিকদের কাছে কৃষকদের বিক্ষোভ নিয়ে জানান। কৃষকদের তরফে চাপ বেড়ে চলার দরুন খাট্টার সাফাই দেন, কৃষকদের ধান সংগ্রহের প্রক্রিয়া নিয়ে কোনও সমস্যা হবে না।

পাশাপাশি উপভোক্তা বিষয়ক, খাদ্য ও খাদ্য বিতরণ মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে নয়াদিল্লিতে বলেন, ‘সরকার খারিফ শস্যের ক্রয় প্রক্রিয়া শুরু করবে। হরিয়ানা এবং পাঞ্জাব দুই রাজ্যেই প্রক্রিয়া শুরু হবে। মনোহর খাট্টার এবং মন্ত্রীদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছেন। তাঁরা বলেছেন, ধান ক্রয়ের সবরকম প্রস্তুতি হয়ে গেছে। তাই রবিবার থেকেই প্রক্রিয়া শুরু করার কথা বলেন তাঁরা। যাতে কৃষকরা কোনও সমস্যায় না পড়েন।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

uttar pradesh Farmers Protest Rakesh Tikait
Advertisment