আবারও দেশে সাইবার হানা! এবার হ্যাকারদের কবলে পড়ল প্রতিরক্ষামন্ত্রকের ওয়েবসাইট। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রকের ওয়েবসাইটে সাইবার হানার কথা জানিয়েছেন ওই মন্ত্রকের আধিকারিকরা। চিনা হ্যাকাররাই সাইবার হানায় জড়িত বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রকের ওয়েবসাইট খুললেই ‘এরর’ দেখাচ্ছে। একই সঙ্গে সাইটে দেখা যাচ্ছে কিছু চিনা লিপিও।
দেশের প্রতিরক্ষামন্ত্রকের ওয়েবসাইট দেখভাল করে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। এই মুহূর্তে সাইটটি রিস্টোর করার কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রকের এক মুখপাত্র। গোটা ঘটনার পিছনে চিনা হ্যাকারদের হাত রয়েছে বলে মনে করছে মন্ত্রকের আধিকারিকদের একাংশ।
ইতিমধ্যেই সাইবার হানার তদন্ত শুরু করেছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র। প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের একাংশ চিনা হ্যাকাররাই এ ব্যাপারে জড়িত বলে সন্দেহ করছেন। তবে এ নিয়ে এখনই কিছু বলতে নারাজ মন্ত্রকের মুখপাত্র। তদন্তের পরই গোটা বিষয়টি জানা যাবে বলে এদিন জানিয়েছেন তিনি।
এর আগেও এ দেশের সরকারি ওয়েবসাইটে হানা দিয়েছে হ্যাকাররা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইটও সাইবার ক্রাইমের শিকার হয়।