মহারাষ্ট্রের পালঘর জেলার একটি গ্রামে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে। শুক্রবার গভীর রতে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা প্রথমে তাদের সমুদ্রতীরবর্তী গ্রামের একটি খালি বাংলোতে কিশোরীকে গণধর্ষণ করে এবং তারপর তাকে নির্জন সমুদ্র সৈকতে নিয়ে গিয়ে ফের পাশবিক অত্যাচার চালানো হয়।
পালঘর জেলা গ্রামীণ পুলিশের একজন মুখপাত্র বলেছেন যে অভিযুক্তদের বিরুদ্ধে সাতপাটি থানায় গণধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তিনি বলেন, "শনিবার দায়ের করা তার অভিযোগে, অভিযোগকারিণী বলেছেন “অভিযুক্তরা তাকে ১৬ ডিসেম্বর রাত ৮ টা থেকে পরের দিন সকাল ১০ টা পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে। সেই সময় অভিযুক্তরা তাকে গ্রামের একটি খালি বাংলোতে নিয়ে যায়, সেখানে সকলে মিলে তাকে ধর্ষণ করে। পরে তারা তাকে সমুদ্র সৈকতে নিয়ে যায়, যেখানে তারা তাকে আবার ঝোপের মধ্যে ধর্ষণ করে।”
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে, পুলিশ রবিবার সকালে আট অভিযুক্তকে গ্রেফতার করে এবং শিশুদের সুরক্ষা (POCSO) আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে৷ এ বিষয়ে আরও তদন্ত চলছে।