উত্তরপ্রদেশের বেরিলির এক বেসরকারি হাসপাতালে ধর্ষিতা হল এক নাবালিকা। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সাপের কামড়ের চিকিৎসা করার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চার দুষ্কৃতী ওই নাবালিকাকে হাসপাতালের আইসিইউ-য়ের মধ্যে ধর্ষণ করে বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, মেয়েটির অভিযোগের ভিত্তিতে কেস ফাইল করা হয়েছে। এএনআই-কে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘‘মেয়েটিকে জেনারেল বেডে স্থানান্তরিত করার পরে সে ঘটনার কথা জানায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।’’
পুলিশ তদন্ত শুরু করে জানিয়েছে, এক হাসপাতাল কর্মী এবং আরও চারজন অজ্ঞাতপরিচয়ের নামে এফআইআর রুজু করা হয়েছে। এরা সকলেই পলাতক। পুলিশ জানিয়েছে, ঘটনার কথা জানামাত্র তারা হাসপাতালে পৌঁছয়। গণধর্ষণের ঘটনা যখন ঘটেছিল সেই সময়ে ওই নাবালিকা আইসিইউ-তে ভেন্টিলেশনে ছিল।