উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী
জম্মু কাশ্মীরে এক নাবালক সহ দুজন সাধারণ নাগরিককে পণবন্দি করেছে জঙ্গিরা। বৃহস্পতিবার বান্দিপোরা জেলার হাজিনে এ ঘটনা ঘটেছে।
Advertisment
জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে, নিরাপত্তাবাহিনী এবং অন্যান্যদের সাহায্য়ে একজনকে উদ্ধার করা গেছে। তবে নাবালক এখনও জঙ্গিদের হাতে বন্দি রয়েছে।
জম্মু-কাশ্মীর পুলিশ টুইট করে জানিয়েছে, উদ্ধারকাজের চেষ্টা চলছে, জঙ্গিরা একজন নাবালককে পণবন্দি করে রেখেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে এটি জম্মু কাশ্মীরে দ্বিতীয় সংঘর্ষের ঘটনা।
Advertisment
উত্তর কাশ্মীরের বারামুল্লায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে। বুধবার সন্ধে থেকে কালান্তারা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। বৃহস্পতিবার সকালে পুলিশ জঙ্গিদের সন্ধান পায় এবং সংঘর্ষ শুরু হয়।
এরই মধ্যে বারামুল্লার সোপোরে জঙ্গি হামলার দুটি পৃথক ঘটনার কথা জানা গেছে। জঙ্গিদের ছোড়া গ্রেনেডের আঘাতে দুজন পুলিশকর্মী জখম হয়েছেন, এঁদের মধ্যে একজন অফিসার। জঙ্গিরা পুলিশ পার্টির ওপর বোমা ছুড়লে এই ঘটনা ঘটে।