Advertisment

ওয়াগনার সেনা বেলারুশে, পুতিনের পরামর্শে বিদ্রোহীদের বিরুদ্ধে কাজে লাগাতে মরিয়া লুকাশেঙ্কো?

মিনস্ক যৌথ সামরিক মহড়ার 'রোড ম্যাপ' ঘোষণা করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Yevgeny Prigozhin

ওয়াগনারের সেনাপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন

ওয়াগনার বেসরকারি সেনার যোদ্ধাদের নিয়ে একটি বড় কনভয় শনিবার ভোরে রাশিয়া থেকে বেলারুশে প্রবেশ করেছে। এই ব্যাপারে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে তাদের সেনাবাহিনী ওয়াগনার সেনার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করেছে। সেই কারণেই ওয়াগনার বাহিনী বেলারুশে প্রবেশ করেছে। বেলারুশের সংবাদ সংস্থা বেলারুশকি হাজুন জানিয়েছে, বেলারুশীয় পুলিশের সঙ্গে অন্তত ৬০টি ট্রাক, বাস এবং অন্যান্য বড় যানবাহন পূর্ব ইউরোপীয় দেশটিতে প্রবেশ করেছে। বিভিন্ন মহলের দাবি, পুতিনের পরামর্শে ওয়াগনার সেনাকে আমেরিকার মদতপুষ্ট বেলারুশের গেরিলা বাহিনীর বিরুদ্ধে কাজে লাগাতে মরিয়া লুকাশেঙ্কো।

Advertisment

এই সংক্রান্ত কোনও ছবি বা ভিডিও বেলারুশের সংস্থাটি দেয়নি। তবে জানিয়েছে যে, পূর্ব ইউরোপের রাশিয়া-অধিকৃত অঞ্চল থেকে এই সেনা কনভয় এসেছে। গত মাসে সেখানে স্বল্পস্থায়ী বিদ্রোহ হয়েছিল। ওয়াগনারের ভাড়াটে সেনাদের সঙ্গে রুশ সেনাবাহিনীর লড়াই হয়েছিল। তারপরই কনভয়টি ইউক্রেনীয় সীমান্তের ২৩০ কিলোমিটার (১৪২ মাইল) উত্তরে ওসিপোভিচির বাইরে একটি সামরিক ঘাঁটির দিকে রওনা দিয়েছিল।

তার মধ্যেই চলতি মাসে অ্যাসোসিয়েটেড প্রেস দ্বারা বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রগুলো তাঁবুর মতো কাঠামোর সারি দেখিয়েছে। এই সব কাঠামোর সারি ১৫ থেকে ৩০ জুনের মধ্যে তৈরি হয়েছে বলে মনে করা হয়। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সেই সময়ে বলেছিলেন যে মিনস্ক ওয়াগনারের অভিজ্ঞতা এবং দক্ষতা ব্যবহার করতে পারে এবং তিনি ভাড়াটে যোদ্ধাদের একটি 'অস্থায়ী সামরিক' শিবির স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। ওই একই সপ্তাহে লুকাশেঙ্কো-বিরোধী গেরিলা বাহিনীর একজন নেতা সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছিলেন যে ওসিপোভিচির কাছে ভাড়াটে যোদ্ধাদের জন্য একটি জায়গা নির্মাণের কাজ চলছে।

আরও পড়ুন- ছদ্মবেশে অভিষেকের সঙ্গে দেখা করে শোরগোল ফেলেছিলেন, সেই মহিলার ওপরই হামলা! গ্রেফতার তৃণমূল নেতা

বেলারুশকি হাজুন সংস্থার দাবি অনুযায়ী কনভয়ের বেলারুশে যাওয়ার দাবি যাচাই করা যায়নি। তবে, ইউক্রেনের স্টেট বর্ডার গার্ড সার্ভিসের একজন মুখপাত্র শনিবার বলেছেন যে তাঁরা রাশিয়া থেকে বেলারুশে পাড়ি দেওয়া ওয়াগনার যোদ্ধাদের কয়েকটি দলকে দেখতে পেয়েছেন। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার গভীর রাতে এক অনলাইন বিবৃতিতে বলেছে যে তারা ওয়াগনার বাহিনীর সঙ্গে বেলারুশের সেনাবাহিনীর যৌথ সামরিক সিদ্ধান্ত নিয়েছেন। সেই অনুযায়ী, একটি 'রোড ম্যাপ'ও তৈরি করেছেন।

russia USA Putin
Advertisment