লিভ ইন পার্টনারকে খুন করে ২০ টুকরো দেহ কুকুরকে খাওয়ানোর অভিযোগে উত্তাল বাণিজ্যনগরী। এর মাঝেই পুলিশ সূত্রে খবর ধৃত মনোজ সানে পুলিশকে জানিয়েছেন, " ও আমার মেয়ের মত ছিল। আমি ওকে সেভাবেই দেখতাম। আমি নিজে একজন HIV আক্রান্ত। সরস্বতীর সঙ্গে আমার কোন শারীরিক সম্পর্ক ছিল না"। মুম্বই পুলিশের এক সিনিয়ার আধিকারিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "জেরায় ধৃত ওই ব্যক্তি জানিয়েছেন, সরস্বতী বৈদ্য,গত ৩রা জুন আত্মহত্যা করে মারা যান। তাঁর বিরুদ্ধে মামলা করা হবে এই ভয়ে তিনি দেহটি টুকরো টুকরো করেন"। এমনকী এই ঘটনার পর অভিযুক্ত নিজেকেও শেষ করতে চেয়েছিলেন বলেই জেরায় তিনি পুলিশকে জানান। সানের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। তা খতিয়ে দেখছে পুলিশ।
লিভ ইন পার্টনারকে পরিকল্পনা করে হত্যা। হত্যার পর দেহ টুকরো টুকরো করে ফেলল মহিলার প্রেমিক। হাড়হিম করা ঘটনায় শিউরে উঠলো দেশ। আফতাব শ্রদ্ধা হত্যার স্মৃতি এখনও মানুষের মনে দগদগে তার মাঝেই নারকীয় খুনে কেঁপে উঠলো মুম্বই।
মুম্বইয়ের মিরা রোড এলাকার একটি আবাসন থেকে উদ্ধার করা হয়েছে এক মহিলার দেহ। টুকরো টুকরো করে কেটে খুন করা হয়েছে ওই মহিলাকে। পুলিশ জানিয়েছে মহিলাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে যে মহিলার নাম সরস্বতী বিদ্যা। তিনি তার লিভ-ইন পার্টনার মনোজ সানের সাথে থাকতেন। লিভ ইন পার্টনারের বয়স ৫৬ বছর। গত ৪ জুন এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। দুজনেই আকাশগঙ্গা ভবনের একটি ভাড়া ফ্ল্যাটে ৩ বছর ধরে বসবাস করছিলেন। সন্দেহের ভিত্তিতে ওই মহিলার লিভ-ইন পার্টনার মনোজ সানেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
মিরা রোড হত্যাকাণ্ডে মৃতদেহ টুকরো টুকরো করে কুকারে রান্না করা হয়েছে বলে সূত্রের খবর। অভিযুক্ত ওই ব্যক্তি খুনের পর মহিলার দেহ টুকরো টুকরো করে কুকারে রান্না করে কুকুরকে খাওয়ায় বলেই খবর মিলেছে। মীরা রোড এলাকায় সোসাইটির ফ্ল্যাটে ওই মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মহিলাকে দা দিয়ে কুপিয়ে হত্যার পর দেহ টুকরো টুকরো করা হয়েছে বলেই পুলিশের অনুমান। পুলিশ ফ্ল্যাট থেকে মহিলার টুকরো টুকরো দেহ উদ্ধার করেছে।
তথ্য অনুযায়ী, মহিলার বয়স প্রায় ৩২ বছর। তিনি বছর ৫৬-এর এক ব্যক্তির সঙ্গে তিন বছর ধরে লিভ-ইন-এ থাকতেন। গত ৪ জুন ওই মহিলাকে হত্যা করা হয়। তবে হত্যার কারণ স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ গত রাত ৮টার দিকে মুম্বাই সংলগ্ন মীরা রোডে অবস্থিত গীতা কো-অপারেটিভ হাউজিং সোসাইটির একটি বিল্ডিংয়ের সপ্তম তলার ফ্ল্যাট থেকে কয়েক টুকরোয় এক মহিলার মৃতদেহ উদ্ধার করে। বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। আবাসনের বাসিন্দারা পুলিশকে জানান, বেশ কিছুদিন ধরেই ফ্ল্যাট থেকে পচা গন্ধে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর।