Advertisment

এই মূহূর্তে জাতীয় পতাকা নেই হাই কোর্টের চূড়ায়

শুক্রবারের ঝড়ে হাই কোর্টের চূড়া থেকে ভেঙে পড়ে যায় পতাকা স্তম্ভ, বলছেন প্রত্যক্ষদর্শীরা

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata High court Express photo Shashi Ghosh

বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ তপব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চের রায়কে খারিজ না করে কেবল 'সংশোধন' (মডিফাই) করে দিয়েছেন। Express photo Shashi Ghosh

জাতীয় পতাকা নেই হাই কোর্ট বিল্ডিংয়ের মাথায়। শুক্রবারের ঝড়ে পড়ে যায় পতাকা স্তম্ভ, এমনটাই শোনা গেছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। সেদিন কোনো নজর না দিলেও, পরের দিন তড়িঘড়ি শুরু হয় মেরামতির কাজ।

Advertisment

Kolkata High court Express photo Shashi Ghosh জাতীয় পতাকাহীন কলকাতা হাই কোর্ট (Express photo: Shashi Ghosh)

পাঁচ দিন কেটে গেছে, হাই কোর্টে মামলা থেমে না থাকলেও উড়তে দেখা যায়নি জাতীয় পতাকা। মেরামতির কাজে ঢিলেমি থাকায় কাজ শেষ হয়নি এখনও। হাই কোর্টের চূড়ায় চোখ গেলে যে ছবি দেখা যাচ্ছে তা হল, বাঁশের বেঁড়া বাঁধা রয়েছে জায়গাটিকে ঘিরে। পাশ দিয়ে চলতে ফিরতে সকলেরই নজর কাড়ছে এই দৃশ্য। কেউ কেউ এ হেন পরিস্থিতির ছবিও সংরক্ষন করে রাখছে তাদের ফোনে। প্রশ্ন উঠতেই পারে, আদৌ কি ঘটনাটির আগে মেরামতির দিকে নজর দেওয়া হয়েছিল?

Calcutta High Court kolkata
Advertisment