New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/mj-akbar-priya-ramani.jpg)
প্রিয়া রামানির সেটিই প্রথম ইন্টারভিউ ছিল কিনা বলতে পারেননি এম জে আকবর
প্রিয়া রামানির সেটিই প্রথম ইন্টারভিউ ছিল কিনা বলতে পারেননি এম জে আকবর
সাংবাদিক প্রিয়া রামানির দায়ের করা মামলায় দিল্লির এক আদালতে বিবৃতি নথিবদ্ধ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর। সংবাদ সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে। প্রিয়া রামানির আইনজীবীর প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে এদিন আকবর বলেন, আমার মনে নেই।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমর বিশালের এজলাশে হাজির হয়ে এদিন আকবর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন তাঁর 'মানহানি করার জন্য' এই 'অসাধু' মামলা করা হয়েছে।
গত বছরের অক্টোবর মাসে রামানি ও অন্যান্য বেশ কয়েকজন মহিলা বিদেশমন্ত্রকের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। ২০১৮ সালের ১৭ অক্টোবর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর রামানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেন এম জে আকবর।
প্রিয়া রামানির আইনজীবী আকবরকে এশিয়ান এজে নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি প্রশ্ন করেন। তবে আকবর এ প্রশ্নের উত্তরে বলেন, "আমার মনে নেই।"
গত মাসে মানহানির মামলায় প্রিয়া রামানির বিরুদ্ধে চার্জ গঠিত হওয়ার পর রামানি নিজেকে নিরপরাধ বলে সওয়াল করেন। আদালতে এ মামলার পরবর্তী শুনানি ২০ মে।
Read the Story in English