/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/ie-Manipur-.jpg)
চুরাচাঁদপুরে নিযুক্ত একজন কুকি পুলিশ কর্মীকে বরখাস্ত করার পরে শহরে অস্থিরতার পরে ঘটনাটি ঘটে, যাকে পাহাড়ে একটি "ফ্রন্টলাইন" গুলি চালানোর অবস্থানে সশস্ত্র কুকিদের সাথে একটি ভিডিওতে দেখা গেছে। (স্ক্রিন গ্র্যাব)
মণিপুরে ফের হিংসা। চুড়াচাঁদপুরে এসপি অফিসে হামলা চালায় শ'তিনেক বিক্ষোভকারী। সংঘর্ষে ১ জন নিহত ও আহত হয়েছেন অংসংখ্য মানুষ।
মণিপুরে সর্বশেষ হিংসার বলি এক। হিংসার ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে । ঘটনাটি ঘটেছে রাজ্যের কুকি-উপজাতি অধ্যুষিত চুরাচাঁদপুর জেলায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সাক্ষী থাকল মণিপুর।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি, ২০২৪) মণিপুরের চুরাচাঁদপুরে পুলিশ সুপার (এসপি) অফিসে একদল জনতা হামলা চালায়। পুলিশ সূত্রে এই তথ্য জানানো হয়েছে। ঘটনার সূত্রপাত জেলা পুলিশের হেড কনস্টেবলকে সম্প্রতি একটি ভিডিওতে অস্ত্রধারীদের সঙ্গে দেখা যেতেই তাকে বরখাস্ত করা হয়। তারই প্রতিবাদে এসপি অফিসে চলে এই বর্বোরোচিত হামলা।
মণিপুর পুলিশ জানিয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এক্স-এ এক পোস্টে মণিপুর পুলিশ লিখেছে, “আজ প্রায় ৩০০-৪০০ জনের একটি দল পুলিশ সুপারের অফিসে হামলা করার চেষ্টা করেছে এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ)সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে"।
Mob numbering approx. 300–400 attempted to storm the office of SP CCP today, pelting stones, etc. The SF, including the RAF, is responding appropriately by firing tear gas shells to control the situation. Things are under watch..
— Manipur Police (@manipur_police) February 15, 2024
চুরাচাঁদপুরের এসপি শিবানন্দ সুরভে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হেড কনস্টেবল সিয়ামলালপলকে বরখাস্ত করেছেন। মণিপুর পুলিশ তার নির্দেশে বলেছে, “সুশৃঙ্খল পুলিশ বাহিনীর কর্মী হিসাবে অত্যন্ত গুরুতর অসদাচরণের ঘটনায় বরখাস্ত করা হয়েছে হেড কনস্টেবলকে । চুড়াচাঁদপুর জেলা পুলিশে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছে। ঘটনার পর চুড়াচাঁদপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
তোলপাড় ফেলা কাহিনী : < Pice hotel kolkata: বোনকে ‘মানুষ’ করতে প্রাণপাত দাদার, কলকাতার ফুটপাতে একা হাতে কঠিন লড়াই সাগরের >
উল্লেখ্য, গত বছরের ৩ মে মণিপুরে হিংসা শুরু হয়। সংবাদ সংস্থা পিটিআই- এর মতে, কুকি ও মেইতি সম্প্রদায়ের মধ্যে হিংসার ঘটনায় এ পর্যন্ত ১৮০ জন নিহত হয়েছেন।