Advertisment

ছড়াচ্ছে অশান্তির আঁচ, পুড়িয়ে দেওয়া হল রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর ব্যক্তিগত সম্পত্তি

জ্বালিয়ে দেওয়া হল হেভিওয়েট মন্ত্রীর গোডাউন...

author-image
IE Bangla Web Desk
New Update
manipiur violence, Susindro Meitei godown torched, meitei property attacked, manipur minister property torfched, indian express

মণিপুরে ভয়ঙ্কর হিংসা। জ্বালিয়ে দেওয়া হল হেভিওয়েট মন্ত্রীর গোডাউন। শনিবার পুলিশ এই তথ্য জানিয়েছে।  শুক্রবার রাতেও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় মন্ত্রীর  বাসভবন ও অন্যান্য সম্পত্তিতে।সময়মতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই পালিয়ে যান হামলাকারীরা। তবে শেষ রক্ষা হল না। রাজ্য সরকারের মন্ত্রী এল সুসিন্দ্রোর ব্যক্তিগত গুদাম ঘরে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা।

Advertisment

পুলিশ জানিয়েছে, খুরাইয়ে মন্ত্রীর বাসভবনের সামনে জনতা ছত্রভঙ্গ করতে নিরাপত্তা মধ্যরাত পর্যন্ত কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোন তথ্য নেই। এর আগে, ১৪ জুন রাতে ইম্ফল পশ্চিম জেলার লামফেল এলাকায় রাজ্যের আরেক মন্ত্রী নেমচা কিপগেনের বাড়িতে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরদিন কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাড়িতে হামলা চালানো হয় এবং তা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

উল্লেখযোগ্যভাবে, মণিপুরে মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসার কারণে এ পর্যন্ত ১২০ জন মারা গেছেন। মেইতেই সম্প্রদায়ের জন্য তফসিলি উপজাতি (এসটি) মর্যাদার দাবির প্রতিবাদে ৩রা মে পার্বত্য জেলাগুলিতে মিছিলের পর মণিপুরে সংঘর্ষ শুরু হয়।

Manipur
Advertisment