আম্বেদকরের মূর্তি ভাংচুরের অভিযোগ এবার বজরং দলের সদস্যদের বিরুদ্ধেই। এই ঘটনায় বৃহস্পতিবার তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রামের দলিত শ্রেণির মানুষদের হেনস্থার অভিযোগও সামনে এসেছে। মধ্যপ্রদেশের সেহোর জেলার এই ঘটনা ইতিমধ্যেই তোলপাড় ফেলেছে।
মঙ্গলবার একটি ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। পুলিশ জানায় মিছিলে এক মদ্যপ গ্রামবাসী পুরোহিতকে লাঞ্ছিত করেন সেই সঙ্গে পতাকারও অবমাননা করা হয়। এরপরই মিছিলে থাকা ৫ জন আম্বেদকর মূর্তিতে ভাংচুর চালায়। একই সঙ্গে হেনস্থা করা হয় গ্রামবাসীদেরও।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঊষা মারাভি বলেছেন “এই ঘটনায় আমরা তিনজনকে গ্রেফতার করেছি। একটি ধর্মীয় মিছিলকে কেন্দ্র করা বিতর্কের সূত্রপাত। বজরং দলের সদস্যদের সঙ্গে গ্রামবাসীদের বচসা থেকে বিবাদের সূত্রপাত"। জানা গিয়েছে এপ্রিল মাসে মূর্তিটি স্থাপন করা হয়।
মামলার প্রধান অভিযুক্ত, অজয় রাঠোর, মূর্তি স্থাপনে সেই সময় আপত্তি জানিয়েছিলেন। গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে বজরং দলের সদস্য রাঠোরও রয়েছেন বলেই জানিয়েছে পুলিশ। স্থানীয় আরএসএস সদস্য ধীরাজ পতিদার অবশ্য ভাংচুরের ঘটনায় বহিরাগত তত্ত্ব খাড়া করেছেন।