Advertisment

'মাস্ক পরতে অসুবিধা হলেই করোনাযোদ্ধাদের কথা ভাবুন'

করোনা পরিস্থিতি নিয়ে 'মন কি বাত' অনুষ্ঠানে এদিন দেশবাসীকে সতর্ক করেন প্রধানমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
modi, মোদী

প্রধানমন্ত্রী মোদী

ভারতে করোনার দাপাদাপি অব্যাহত। এই পরিস্থিতিতে এদিন মন কি বাতে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, 'অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনায় সুস্থতার হার বেশি, মৃত্যু হারও কম। কিন্তু, আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। দূরত্ব বিধি বজায় রেখে মাস্ক পড়তেই হবে।'

Advertisment

করোনার এই বাড়বাড়ন্তের মধ্যেই অসতর্কতার ছবি দেখা যাচ্ছে। রাস্তায় অনেককেই মাস্ক ছাড়া ঘুরতে দেখা যাচ্ছে। যা নজর এড়ায়নি প্রধানমন্ত্রীর। এ সম্পর্কে মোদী বলেন, 'আমাদের অনেক সময়ই মাস্ক ব্যবহারে অসুবিধা হচ্ছে। কিন্তু সেই সময় একবার করোনা যোদ্ধাদের কথা ভাবুন। দেশবাসীর কথা বিবেচনা করে মাস্ক পড়ুন।'

উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৪৮,৬৬১ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লক্ষ ৮৫ হাজার ৫২২। কোভিডে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৩২,০৬৩।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে গ্রামাঞ্চল দিশা দেখাচ্ছে বলেও এদিন দাবি করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, 'প্রশাসনিক ও উদ্ভাবনী শক্তির আলোকপাত গ্রামাঞ্চলে করা উচিত। বিপর্যয়, কঠিন সময়কে সুযোগে পরিণত করতে হবে।'

পাশাপাশি এদিন কার্গিল দিবস। ভারতীয় সেনার সাফল্যের দিন। প্রতিবেশী পাকিস্তানকে কটাক্ষ করে মোদী বলেন, 'বন্ধুত্বের জবাবে বিশ্বাসঘাতকতা করেছিল পাকিস্তান। ওরা কার্গিলে দুঃসাহস দেখিয়েছিল। কিন্তু ভারতীয় সেনা মনোবল শক্ত করে শক্তি প্রদর্শন করতেই জয় হাসিল হয়েছে।' ম

কারগিলে ভারতের জয়ের দু'দশক অতিক্রান্ত। পাক সেনাদের হঠিয়ে কার্গিলে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উড়িয়েছিলেন দেশের বীর সেনা জওয়ানরা। এর জন্য আহুতি দিতে হয় বহু প্রাণ। দিনটিকে স্মরণ করে পালন করা হচ্ছে কারগিল বিজয় দিবস। এদিন শহিদ জওয়ানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপণ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, 'ভারতের জমি দখল ও নিজেদের দেশের অভ্যন্তরীণ কোন্দল থেকে চোখ ফেরানোরপ লক্ষ্যেই কার্গিলে যুদ্ধ করেছিল পাকিস্তান।'

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়। ১৯৯৯ সালে ৩ মে যুদ্ধ শুরু হয় ও শেষ হয় ২৬ জুলাই । লড়াই চলে মোট ২ মাস তিন সপ্তাহ ২ দিন। ১৯৯৯ সালের এই দিনেই ভারতীয় সেনাবাহিনী সফলভাবে ‘অপারেশন বিজয়’ সম্পন্ন করে। তবে থেকেই এই দিনটিকে 'কার্গিল দিবস' হিসাবে পালন করা হচ্ছে।

এছাড়াও, 'আত্মনির্ভর ভারতে'কে তুলে ধরতে এদিনও মোদী দেশীয় পণ্য ক্রয়ের উপর জোর দেন। এছাড়াও আগামী ৭ই অগাস্ট হ্যান্ডলুম দিবসকে সফল করে তোলার আহ্বান জানান প্রধামন্ত্রী।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi narendra modi modi
Advertisment