Advertisment

ফ্রান্স সফর শেষে আবুধাবিতে মোদী, বাণিজ্য, নিরাপত্তা নিয়ে আলোচনা, তেরঙায় সেজে উঠল বুর্জ খলিফা

দুই দেশের মধ্যে জ্বালানি, খাদ্য নিরাপত্তা, প্রতিরক্ষার মতো বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা।

author-image
IE Bangla Web Desk
New Update
abu dhabi,dubai,Narendra Modi,narendra modi,Sheikh Mohamed bin Zayed Al Nahyan, PM Modi in Dubai, PM Modi Dubai Visit, PM Modi Dubai Visit Live, Abu Dhabi Crown Prince, India-UAE Economic Partnership,

দু’দিনের ফ্রান্স সফর শেষে আবুধাবি পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী, সংযুক্ত আরব আমিরশাহীতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদীর। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রেসিডেন্ট শেখ খালিদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

Advertisment

তেরঙায় রাঙানো হয়েছে বুর্জ খলিফা। এটি মোদীর পঞ্চম আরব সফর। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, নিরাপত্তা এবং জনযংযোগ সহ একাধিক বিষয় উঠে আসবে আলোচনায়। এই সফরে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

মোদীর এই সফর ঘিরে সেজে উঠেছে দুবাইয়ের বুর্জ খলিফা। তেরঙায় রাঙানো হয়েছে বুর্জ খলিফা। আবুধাবিতে পৌঁছলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিমানবন্দরে স্বাগত জানান আবুধাবির যুবরাজ শেখ খালিদ বিন মহম্মদ বিন জায়েদ। স্বাগত জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, প্রধানমন্ত্রী মোদী টুইটারে পোস্ট করেছেন, "আজ বিমানবন্দরে আমাকে অভ্যর্থনা করার জন্য ক্রাউন প্রিন্স এইচএইচ শেখ খালিদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি আমি কৃতজ্ঞ।"

আবুধাবি বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌঁছানোর পর বিদেশ মন্ত্রকের সরকারি মুখপাত্র অরিন্দম বাগচি টুইট বার্তায় লিখেছেন, " দু’দেশের মধ্যে অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়া মোদীর এই সফরের অন্যতম উদ্দেশ্য। আর সেই লক্ষ্য সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবুধাবিতে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী মোদীর আজ শনিবার (১৫ জুলাই) সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

দুই দেশের মধ্যে জ্বালানি, খাদ্য নিরাপত্তা, প্রতিরক্ষার মতো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। দুই দেশ কৌশলগত অংশীদার হিসেবে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর এর অগ্রগতি পর্যালোচনা করবে। এছাড়া জি-২০ এর নিয়েও আলোচনা হবে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি নরেন্দ্র মোদির পঞ্চম আরব আমিরশাহী সফর। এর আগে ফ্রান্স সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী এই সফরকে স্মরণীয় বলে বর্ণনা করেছেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ফ্রান্সের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন মোদী।

modi
Advertisment