সামনেই কর্ণাটক ভোট। তার আগেই বড় চমক দিতে মাত্র ৬ দিন আগেই মোদী বেঙ্গালুরু-মাইসোর এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন। মাত্র ৬ দিনের মাথাতেই এক্সপ্রেসওয়ের হাল রীতিমত বেহাল। বৃষ্টির জেরে জল জমে প্লাবিত হয়েছে এক্সপ্রেসওয়ে। সারি দিয়ে দাঁড়িয়ে যানবাহন।
কর্ণাটকে বৃষ্টির কারণে সদ্য উদ্বোধন হওয়া ব্যাঙ্গালোর-মাইসুরু এক্সপ্রেসওয়ের হাড়গোড় বেরিয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয়েছে এই ৬ লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে। যানবাহন চলাচল ব্যহত হওয়ার খবর মিলেছে। মাত্র ৬ দিন আগেই ৮ হাজার ৪৮০ কোটি খরচের এই চোখধাঁধানো এক্সপ্রেসওয়ের সূচনা করেন মোদী। এই মহাসড়ক নির্মাণের ফলে এবার কর্ণাটকের দুই বড় শহরের মধ্যে যাতায়ত করতে মাত্র ৭৫ মিনিট সময় লাগবে।
গত আগস্টে, এই একই অঞ্চলে বৃষ্টিপাতের কারণে বন্যা হওয়ার কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি বলেছিলেন যে একটি প্রযুক্তিগত দল সমস্যাটি খতিয়ে দেখছেন। খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। রামানগর এবং বিদাদির এদিন এক্সপ্রেসওয়েতে হাঁটু সমান জল জমে থাকায় ব্যহত হয় যান চলাচল।
শুক্রবার শহরে ৫.৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির জেরে বেঙ্গালুরুতে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ১২ মার্চ, প্রধানমন্ত্রী মোদী ১১৮ কিলোমিটার দীর্ঘ বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন। জাতীয় মহাসড়ক কর্তৃক্ষের তরফে এই বিষয়ে বলা হয়েছে, “আমরা ড্রেনের জন্য জায়গা রেখেছিলাম কিন্তু কিছু গ্রামবাসী কাদা দিয়ে ড্রেনগুলি বন্ধ করে দেয় যার ফলে জল দাঁড়িয়ে যায়। আমরা এটি পরিষ্কার করার কাজ করছি। রাস্তা যত দ্রুত সম্ভব স্বাভাবিক হয়ে যাবে”।