মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী মোদী G20 বৈঠকের আগে ৮ সেপ্টেম্বর শুক্রবার এক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দুই নেতার মধ্যেই উঠে আসবে একাধিক বিষয়।
G20 সম্মেলনে অংশ নিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে G20 বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে G20 দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন।
শীর্ষ সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ভারত সফর করবেন। G20 শীর্ষ সম্মেলন ছাড়াও, জো বিডেন এবং প্রধানমন্ত্রী মোদীর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকও হবে এই সফরে। হোয়াইট হাউস জানিয়েছে যে দুই বড় নেতার মধ্যে এই বৈঠকটি ৮ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিল্লি পৌঁছাবেন। ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াও তিনি ৯ সেপ্টেম্বর শনিবার এবং ১০ সেপ্টেম্বর রবিবার G20 বৈঠকে অংশ নেবেন। দিল্লিতে অনুষ্ঠিত G20 বৈঠকে সব দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন।
জি-টোয়েন্টির বৈঠকে সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা বিশ্বব্যপী নানান সমস্যা নিয়ে আলোচনা করবেন। জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলা (Combating Climate Change) নিয়েও আলোচনা হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিয়েও জি-২০ বৈঠকে আলোচনা হবে। এছাড়াও দারিদ্র্য ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাংকসহ বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি নিয়েও আলোচনা হবে।