Advertisment

চন্দ্রযানের সাফল্যে প্রতিক্রিয়া 'ব্রিকস'-এও, মহাকাশ গবেষণায় মঞ্চ গড়ার ডাক প্রধানমন্ত্রীর

পাঁচ দেশের গোষ্ঠীর সম্প্রসারণে সমর্থন নয়াদিল্লির।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi in BRICS

'ব্রিকস' সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী।

জোহানেসবার্গে ১৫তম ব্রিকস সম্মেলনের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার পাঁচ-রাষ্ট্রের গোষ্ঠীর সম্প্রসারণকে সমর্থন করেছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ভারত তার জি২০ গোষ্ঠীর সভাপতিত্বে 'গ্লোবাল সাউথ' বা ভূমণ্ডলীয় দক্ষিণের দেশগুলোকে অগ্রাধিকার দিয়েছে। এই ব্যাপারে প্রধানমন্ত্রী মোদী 'ব্রিকস' (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকার আদ্যক্ষর নিয়ে তৈরি গোষ্ঠী)-এর সম্প্রসারণকে সমর্থন করেছেন। সঙ্গে, ঐক্যমতের ভিত্তিতে এগোনোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

Advertisment

ব্রিকস বিশ্বের পাঁচটি বৃহত্তম উন্নয়নশীল দেশের মঞ্চ। এই দেশগুলোয় বিশ্বের মোট জনসংখ্যার ৪১ শতাংশ রয়েছে। বিশ্বব্যাপী জিডিপির ২৪ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের ১৬ শতাংশের প্রতিনিধিত্ব করে 'ব্রিকস'। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, আর্জেন্টিনা-সহ আরও ২৩টি দেশ চায় তাদের অবিলম্বে 'ব্রিকস' গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা হোক। তারমধ্যেই ভারত উল্লেখযোগ্য নজির রেখে আফ্রিকান ইউনিয়নের কাছে জি২০-এর স্থায়ী সদস্য হওয়ার প্রস্তাব দিয়েছে। এই ব্যাপারে তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আমি আত্মবিশ্বাসী যে আমাদের ব্রিকস অংশীদাররা জি২০-তে এটিকে (এই প্রস্তাব) সমর্থন করবে।'

শুধু এতেই ক্ষান্ত হননি প্রধানমন্ত্রী। ভারত যখন তার চন্দ্রযান-৩ অভিযানের দৌলতে মহাকাশযান চাঁদে অবতরণ করানোর প্রস্তুতি নিচ্ছে, সেই সময় প্রধানমন্ত্রী মোদী একটি ব্রিকস মহাকাশ অনুসন্ধান সহযোগিতার মঞ্চ গড়ে তোলারও আহ্বান জানান। তিনি এই শীর্ষ সম্মেলনে উপস্থিত নেতাদের আহ্বান জানিয়ে বলেন, 'ইতিমধ্যেই আমাদের ব্রিকস উপগ্রহ নক্ষত্রমণ্ডলে কাজ করছে। তবে আরও একধাপ এগিয়ে যাওয়ার জন্য আমাদের একটি ব্রিকস মহাকাশ অনুসন্ধান সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার বিষয়ে চিন্তা করা উচিত।'

আরও পড়ুন- সৌদি থেকে ইরান, অনেকেই ব্রিকস-এর সদস্যপদ চাইছে, পাবে? বাধা কোথায়?

প্রধানমন্ত্রী বলেন, 'ব্রিকসের ভবিষ্যৎ তৈরি করার জন্য আমাদের সমাজের ভবিষ্যতকেও তৈরি করতে হবে।' মোদী আরও বলেন, 'ব্রিকস শীর্ষ সম্মেলন গত দুই দশকে একটি দীর্ঘ এবং একটি আশ্চর্যজনক যাত্রা শুরু করেছে। ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক গ্লোবাল সাউথের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্রিকস এজেন্ডায় একটি নতুন পথ দেওয়ার জন্য ভারত রেলওয়ে গবেষণা নেটওয়ার্ক, এমএসএমই, অনলাইন ব্রিকস ডাটাবেস এবং স্টার্টআপ সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার মত বিষয়গুলোয় পরামর্শ দিয়েছে। আমি খুশি যে এই ইস্যুতে অনেক অগ্রগতি হয়েছে।' একইসঙ্গে এবার ব্রিকসের পূর্ণাঙ্গ অধিবেশনে আন্তঃ-ব্রিকস সমস্যা, বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার এবং সন্ত্রাসবাদের ওপর বিশেষ আলোকপাত করবে। যা নিয়ে যথেষ্টই আশাবাদী নয়াদিল্লি।

Chandrayaan 3 PM Modi BRICS Summit
Advertisment