২০২০ সালে কোভিড মহামারীর সময় থেকে গোটা দেশে বিনামূল্যে রেশন বন্টন প্রকল্প শুরু করেছিল কেন্দ্র। প্রতি মাসে মাথা পিছু ৫ কেজি খাদ্যশস্য বরাদ্দ করা হয়। সেই সুবিধা আরও তিন মাস অব্যাহত রাখছে মোদী সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় রেশন বণ্টনের মেয়াদ বাড়াল তিন মাস। অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় আগামী তিন মাস বিনামূল্যে রেশন বন্টনের ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এর ফলে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় আগামী তিন মাসে খরচ হবে প্রায় ৪৪ হাজার কোটি টাকা। গত দুই বছরে এই প্রকল্পে ২ লক্ষ ৬ হাজার কোটি টাকা খরচ হয়েছে।
কেন্দ্রীয় ঘোষণা মতো এ বছর সেপ্টেম্বরেই শেষ হয়েছিল বিনামূল্যে রেশন বন্টন প্রকল্প। কিন্তু, এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির দাবি তুলেছিল তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। এমনকী বিজেপির অন্দর থেকেও একই দাবি ছিল। তারপরই সবদিক খতিয়ে দেখে এ দিন এই প্রকল্পের মেয়াদ আরও তিন মাস বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মোদী সরকারের মন্ত্রী।
আরও পড়ুন- হাইকোর্টের দুয়ারে মমতার প্রিয় প্রকল্পের বিরাট ধাক্কা, খারিজ বৈধতা