জমিয়ত-উলেমা-ই-হিন্দের প্রধান মাওলানা মাহমুদ আসাদ মাদানি শনিবার বলেছেন যে, দেশের মুসলমানদের কষ্ট লাঘবে কেন্দ্রীয় সরকার চোখ বন্ধ করে রেখেছে।
শনিবার থেকে শুরু হয়েছে জমিয়ত-উলেমা-ই-হিন্দের ম্যানেজমেন্ট কমিটির দু দিনব্যাপী বৈঠকে মাদানী এই দাবি করেছেন।
মাদানি বলেছেন, 'দেশ অস্থিরতা বিরাজ করছে। এই পর্যায়ে সরকারে থাকা লোকেরা তাঁদের ঠোঁট সিল করে রেখেছে। যা সবার জন্য উদ্বেগের কারণ। মুসলমানরা তাদের শহরের রাস্তায় হাঁটলেও কষ্টের মুখোমুখি হচ্ছে। আমরা সব অত্যাচার সহ্য করব কিন্তু কাউকে আমাদের দেশকে টুকরো টুকরো হতে দেব না। আমরা সব বিষয়ে আপস করতে পারি কিন্তু তা দেশের মূল্যে নয়।'
তিনি আরও বলেনছেন যে, 'বর্তমান সময়ে মুসলিম সম্প্রদায় যে কষ্টের মুখোমুখি হচ্ছে তা কেউ বুঝতে পারে না। আমরা যেকোনো ধরনের কষ্টের মুখোমুখি হতে প্রস্তুত কিন্তু এর মানে এই নয় যে, আমরা দুর্বল। জমিয়তে আমরা শান্তির মশাল বাহক এবং ভ্রাতৃত্ব বজায় রাখতে চাই। এ কারণেই আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।'
মাদানির হুঁশিয়ারি যে, 'আমরা আগুন দিয়ে আগুন নেভাতে পারি না। ভালোবাসা দিয়ে ঘৃণার পরিবেশকে হারাতে হবে। শান্ত হোন এবং যারা আমাদের দেশকে বিচ্ছিন্ন করতে চায় তাদের পরিকল্পনায় প্রভাবিত হবেন না।'
Read in English