প্রধানমন্ত্রী মোদী আজ শিবমোগা বিমানবন্দর উদ্বোধন করবেন। এই নিয়ে চলতি বছরে এটা মোদীর পঞ্চম কর্ণাটক সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বেলাগাভিতে শিবমোগা বিমানবন্দরের উদ্বোধন করবেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। চলতি বছরে এটি প্রধানমন্ত্রীর পঞ্চম কর্ণাটক সফর। মিডিয়া রিপোর্ট অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকাল ১১টা ৪৫ মিনিটে বিমানবন্দর উদ্বোধনের পর তা পরিদর্শন করবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদী জেলায় বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
ভোটমুখী কর্নাটক সফরে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোমবার শিবমোগা বিমানবন্দর, একটি রেললাইন, একটি রেলওয়ে কোচিং ডিপো-সহ রাজ্যের জন্য বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। সোমবার প্রথমেই বেলা ১১টা ৪৫ মিনিটে শিবমোগা বিমানবন্দর উদ্বোধন করবেন মোদী। প্রায় সাড়ে চারশো'কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। যাত্রী টার্মিনাল ভবনটি একটি পদ্মের আকারে এবং প্রতি ঘন্টায় বিমানবন্দের ৩০০ জন যাত্রীর বসার ব্যবস্থা থাকছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী আজ কর্ণাটক সফরকালীন সময় দুটি রেল প্রকল্প, শিকারিপুরা-রানিবেন্নুর নতুন রেললাইন প্রকল্প সহ কোটাগুরু রেলওয়ে কোচিং ডিপোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
শিবমোগা-শিকারিপুরা-রানিবেন্নুর নতুন রেললাইনটি ৯৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এবং বেঙ্গালুরু-মুম্বাই প্রধান লাইনের সাথে মালনাদ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। শিবমোগা শহরের কোটাগাঙ্গুর রেলওয়ে কোচিং ডিপো ১০০ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি করা হবে। আজ কর্ণাটক সফরকালীন সময়, প্রধানমন্ত্রী মোদী ২১৫ কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি 'সড়ক উন্নয়ন প্রকল্পের' ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম-কিসান) এর অধীনে ১৬হাজার কোটি টাকা বরাদ্দ করবেন।