Advertisment

'মনমোহনের স্বপ্নপূরণ করছেন মোদী', কংগ্রেসকে বিঁধে দাবি প্রধানমন্ত্রীর

'মনমোহনজি ফ্রি মার্কেটের কথা বলেছিলেন৷ আমরা সেটা করে দেখাতে চাই৷'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাষ্ট্রপতি ভাষণের জবাবে ধন্যবাদ দিতে গিয়ে কৃষক আন্দোলন নিয়ে সংসদে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শুধু তাই নয়, কৃষি ক্ষেত্রে সংস্কার নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উক্তি তুলে কংগ্রেসের ‘ইউ-টার্ন’-এর সমালোচনা করেন নমো৷ সোমবার রাজ্যসভায় তিনি জানান, মনমোহন সিং কৃষি ক্ষেত্রে সংস্কারের পক্ষে ছিলেন৷ বর্তমান সরকার সেই কাজটাই করে দেখাচ্ছে৷

Advertisment

প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিং ভারতকে বৃহৎ বাজার হিসাবে তুলে ধরেছিলেন৷ বলেছিলেন, 'যা যা বাধা হবে সেটার বিরুদ্ধে আমাদের লড়তে হবে৷ কৃষকরা যাতে ফসলের সর্বোচ্চ দাম পায়, তা নিশ্চিত করতে সংস্কারের প্রয়োজন৷' সেই উক্তির স্মৃতি উস্কে মোদী বলেন, 'মনমোহনজি ফ্রি মার্কেটের কথা বলেছিলেন৷ আমরা সেটা করে দেখাতে চাই৷'

কংগ্রেস শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছে বলে জানান প্রধানমন্ত্রী৷ কৃষকদের আন্দোলনকে সবুজ বিপ্লবের সঙ্গে তুলনা করেন নরেন্দ্র মোদী৷ বলেন, 'সবুজ বিপ্লবের সময় প্রচুর বিক্ষোভ হয়েছিল৷ লালবাহাদুর শাস্ত্রীকে আমেরিকার এজেন্ট বলেছিল বামেরা৷ তবুও সংস্কার হয়েছিল৷ যার ফল আজ দেশ দেখছে৷ আমাদের কৃষিক্ষেত্রে সমস্যা রয়েছে৷ আর সেই সমস্যা মেটাতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে৷'

৮০ দিন ধরে চলতে থাকা আন্দোলন থেকে সরে আসার জন্য কৃষকদের কাছে আবেদন করেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, 'আমরা আলোচনার জন্য রাজি আছি৷ সভা থেকে দাঁড়িয়ে আপনাদের আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি৷ ফসলের উপর সহায়ক মূল্য ছিল, আছে এবং থাকবে৷ কেউ ভুল তথ্য প্রচার করবেন না৷'

কৃষকদের সমস্যার কথা নিয়ে চুপ থাকার জন্য বিরোধীদের তুলোধনা করেন মোদী৷ বলেন, 'আমদের এগিয়ে যেতে হবে৷ পিছনের দিকে নয়৷ যে সংস্কারগুলির কথা বলা হচ্ছে অন্তত একটা সুযোগ দেওয়া হোক৷ কৃষক সমস্যার কথা না বলে বিরোধীরা আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন৷ ঠিক আছে, আপনারা সরকারকে আক্রমণ করছেন৷ কিন্তু এই সংস্কারের প্রয়োজন রয়েছে- এটা কৃষকদের বোঝানো দায়িত্ব আপনাদেরও ৷ দেশের ৮৬ শতাংশ কৃষকের হাতে দু’হেক্টরের কম জমি আছে৷ এই ১২ কোটি কৃষকের প্রতি আমাদের কোনও দায়িত্ব নেই?'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন'

manmohon singh modi Farm Law Farmers Movement
Advertisment