Advertisment

'প্রজেক্ট টাইগার'-এর ৫০ বছর পূর্তি উদযাপন, বন্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্ট পরিদর্শনে মোদী

পাশাপাশি তিনি আজ দেশে বাঘের সংখ্যার পরিসংখ্যানও প্রকাশ করবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
project tiger, 50 years of project tiger, pm modi bandipur tiger reserve, pm modi karnataka live"

প্রধানমন্ত্রী ‘প্রজেক্ট টাইগারের ৫০ বছর স্মরণ’ অনুষ্ঠানেরও উদ্বোধন করবেন।

আজ মহীশূর সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি বান্দিপুর টাইগার রিজার্ভ পরিদর্শন করবেন। পিএমও সূত্রে খবর, ৯ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী যাবেন কর্নাটকের বন্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্টে। এই সময়ে, তিনি প্রজেক্ট টাইগারের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি মেগা ইভেন্টেও অংশ নেবেন। পাশাপাশি মোদী মুদুমালাই টাইগার রিজার্ভের থেপ্পাকাদু হস্তি শিবিরও পরিদর্শন করবেন।  সেখানে, ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স বা আইবিসিএ-র সূচনা করবেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয় টুইটারে একটি ছবিও শেয়ার করেছে, যাতে প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ লুকে দেখা যাচ্ছে।

Advertisment

প্রধানমন্ত্রী ‘প্রজেক্ট টাইগারের ৫০ বছর স্মরণ’ অনুষ্ঠানেরও উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে তিনি ব্যাঘ্র সংরক্ষণ ব্যবস্থাপনার পঞ্চম চক্রের সংক্ষিপ্ত প্রতিবেদনও প্রকাশ করবেন। প্রজেক্ট টাইগারের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক মুদ্রাও প্রকাশ করার কথা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী মোদীর সময়সূচী অনুসারে, তিনি সকাল ১১টায় বাঘ সুমারির তথ্য প্রকাশ করবেন। শনিবারই মহীশূরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। কিছুক্ষণের মধ্যেই বান্দিপুর টাইগার রিজার্ভে পৌঁছবেন প্রধানমন্ত্রী, বাঘের সংখ্যা প্রকাশ করবেন তিনি।

অন্যদিকে সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা। বাঘ সুমারিতে সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যাচ্ছে সুন্দরবনে ১৫০টি-র মত রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। যদিও চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার। দেশের যে ১৭টি বাঘ সংরক্ষণ কেন্দ্রের CAITS আন্তর্জাতিক স্বীকৃতি আছে তার মঘ্যে সুন্দরবন একটি প্রসঙ্গত, ২০১৮সালের সুমারিতে দেখা গিয়েছিল ভারতে মোট ২ হাজার ৯৬৭টি বাঘ রয়েছে। যেটা ২০০৬-তে ছিল মাত্র ১৪১১টি। এবার ২০২৩-এ সেই সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছায় সেটাই দেখার। প্রধানমন্ত্রী মোদী আজ ৯ এপ্রিল বান্দিপুর এবং মুদুমলাল টাইগার রিজার্ভ পরিদর্শন করবেন। একই সঙ্গে প্রোজেক্ট টাইগারের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানেরও উদ্বোধন করবেন। এর পাশাপাশি তিনি আজ দেশে বাঘের সংখ্যার পরিসংখ্যানও প্রকাশ করবেন।

ভারতে বর্তমানে বাঘের সংখ্যা প্রায় তিন হাজার। কর্মকর্তাদের মতে, প্রতি বছর ছয় শতাংশ হারে বাঘের সংখ্যা বাড়ছে। প্রজেক্ট টাইগারের বাঘেদের সংরক্ষণের জন্য ১৯৭৩ সালে চালু করা হয়েছিল। এর আওতায় বাঘ সংরক্ষণ করা হয়। প্রাথমিক পর্যায়ে ১৮২৭৮ বর্গ কিমি জুড়ে নয়টি বাঘ সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছিল এই প্রকল্পের অধীনে। এখন ৭৫০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ৫৩ টি বাঘ সংরক্ষণ কেন্দ্র রয়েছে।

modi
Advertisment