বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বহু প্রতীক্ষিত বৈঠক। তার আগে বুধবার রাতে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে প্রেসিডেন্ট বাইডেন আর সফররত প্রধানমন্ত্রী মোদী একসঙ্গে নৈশভোজ সারলেন। উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেনও। ভোজের ফাঁকে চলল বৈঠক। যার ফলশ্রুতি জেনারেল অ্যাটমিকস MQ-9 "রিপার" সশস্ত্র ড্রোন কেনার একটি ভারত-মার্কিন মেগা চুক্তি, ২০২৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে NASA এবং ISRO-র যৌথ মিশন। ভারতে মাইক্রন টেকনোলজির বিস্তারে ৮০ কোটি মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ। ভারতের খনিজ পদার্থ বিক্রির বাজার বৃদ্ধিতে মার্কিন সাহায্য।
ঠিক হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বেঙ্গালুরু ও আহমেদাবাদে দুটি নতুন কনস্যুলেট খুলবে। পালটা ভারতও সিয়াটলে একটি মিশন চালু করবে। সঙ্গে, ভারতে না-এসেই H1B ভিসা রিনিউ করার লক্ষ্যে পাইলট প্রকল্প চালু করা। বাইডেনদের সঙ্গে নৈশভোজ শেষে প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন, 'আজকে হোয়াইট হাউসে আমাকে আমন্ত্রণ জানানোয় র জন্য আমি @POTUS @JoeBiden এবং @FLOTUS @DrBiden কে ধন্যবাদ জানাই। বেশ কিছু বিষয়ে আমাদের দারুণ কথোপকথন হয়েছে।'
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করেছেন, 'যখন বন্ধুরা দেখা করে! PM @narendramodi @POTUS @JoeBiden, @FLOTUS @DrBiden এবং তাঁদের পরিবারের সঙ্গে একটি সফরে @WhiteHouse-এ পৌঁছেছেন। দুই নেতার কাছেই এটি একটি উপলক্ষ। বন্ধুত্বের ঘনিষ্ঠ বন্ধন ভাগ করে নিয়ে বিশেষ মুহূর্তগুলিকে একত্রে প্রতিপালন করাই লক্ষ্য।'
আরও পড়ুন- সর্বদলীয় বৈঠকে মোদীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন কংগ্রেসের, সিপিএম চায় বীরেন সরকারের বদল
সরকারিভাবে বিদেশ মন্ত্রক বলেছে, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে ২০২৩ সালের ২১ জুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি ড. জিল বাইডেনের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তিনি (মোদী) তাদের (বাইডেন) পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গেও দেখা করেছেন। এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ আমাদের (ভারত ও আমেরিকা) দুই দেশের মধ্যে উষ্ণ বন্ধুত্বকে পুনরায় ব্যক্ত করল।'