Advertisment

'পুলওয়ামা হামলা নিয়ে প্রশ্ন তোলা বিভেদকামী শক্তির স্বরূপ উন্মোচিত', বিরোধীদের কটাক্ষ মোদীর

'আমার হৃদয়ে বীর শহিদদের জন্য গভীর ক্ষত থাকায় বিরোধীদের সমস্ত কুরুচিকর, ভিত্তিহীন অভিযোগ সেইসময় চুপচাপ সহ্য করেছিলাম।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সম্প্রতি পুলওয়ামা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান। পাক সংসদে দাঁড়িয়েই সে কথা জানিয়েছেন ইমরান খান মন্ত্রিসভার সদস্য। সেই প্রসঙ্গ তুলেই নাম না করে বিরোধীদের একহাত ননিসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, 'প্রতিবেশী দেশের সংসদে সত্যিটা স্বীকার করা হয়েছে, তাই এই লোকগুলোর আসল চেহারা দেশের সামনে ফুটে উঠছে। দয়া করে এমন রাজনীতি আর করবেন না।'

Advertisment

এ দিন স্ট্যাচু অফ ইউনিটিতে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রীয় একতা দিবসে প্রধানমন্ত্রী বলেন, 'আধা সেনার প্যারেড দেখতে দেখতে মনে পড়ছিল পুলওয়ামা হামলার কথা। সেই হামলায় আমাদের শহিদরা আধা সেনারই অংশ ছিলেন। সেই সময় গোটা দেশ শোকে কাতর ছিল। কিন্তু, কিছু লোক সেই সময় নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মরিয়া হয়ে উঠেছিল। তবে আমার হৃদয়ে বীর শহিদদের জন্য গভীর ক্ষত থাকায় বিরোধীদের সমস্ত কুরুচিকর, ভিত্তিহীন অভিযোগ চুপচাপ সহ্য করেছিলাম।'

এরপরই পুলওয়ামা হামলার কথা তুলে ধরে মোদী বলেন, 'প্রতিবেশী দেশের সংসদে সত্যিটা স্বীকার করে নেওয়া হয়েছে। তাই এই লোকগুলোর আসল চেহারা দেশবাসীর সামনে ফুটে উঠেছে। দয়া করে এই ধরণের রাজনীতি করবেন না। এঅ ধরণের কাজে সচেতন বা অবচেতনে আপনারা দেশবিরোধী শক্তির বোড়ে হয়ে যাচ্ছেন। এতে দেশের উপকারতো হয়ই না, আপনাদের দলেরও ক্ষতি হবে।'

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ইমরান খান মন্ত্রিসভার সদস্য পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় মন্ত্রী ফাওয়াদ চৌধুরী সংসদে বলেছিলেন , 'পুলওয়ামা আমাদের সাফল্য। ভারতকে ছুকে ওদের মারতে পেরেছি। পাক মন্ত্রীর এই মন্তব্যের পরই সেদেশে তীব্র বিতর্ক শুরুহয়। এরপরই তড়িঘড়ি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান তাঁর মন্তব্যের 'ভুল' ব্যাখ্যা হয়েছে। কিন্তু ততক্ষণে আসল সত্য প্রকাশিত। সেই প্রসঙ্গ টেনেই পুলওয়ামা প্রসঙ্গে বিরোধীদের বিঁধলেন মোদী।

প্রধানমন্ত্রীর কথায় বর্তমানে সীমান্তনীতির বদল হয়েছে। এখন কেউ চোখ তুলে ভারতের অংশের দিকে তাকালে বা দখলের চেষ্টা করলে সেনা তার উচিত জবাব দিতে প্রস্তুত।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi Pulwama Attack modi
Advertisment