'ভাইরাস অদৃশ্য হতে পারে। কিন্তু, আমাদের যোদ্ধারা, স্বাস্থ্যকর্মীরা অপরাজেয়। অদৃশ্যের সঙ্গে অরাজেয়ওর লড়াইতে স্বাস্থ্যকর্মীদের জয় হবেই।' এভাবেই করোনা মহামারী মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ভূমিকার ভূয়সী প্রসাংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, বিশ্ব এখন ভারতের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের ওপরে আস্থা রাখে। তাঁদের কাছে অনেক কিছু আশা করে।
Advertisment
এ দিন বেঙ্গালুরুর রাজীব গান্ধী স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, 'আমাদের করোনা যোদ্ধারা কঠোর পরিশ্রম করছেন। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা সেনাবাহিনীর মতো। যদিও তাঁরা ইউনিফর্ম পরেন না।'
করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্নপ্রান্ত থেকে হামলার অভিযোগ এসেছে। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, 'করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে যাঁরা লড়াই করছেন, তাঁদের ওপর যদি কেউ হামলা করেন, কেউ যদি তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, আমরা বরদাস্ত করব না।'
মেক ইন ইন্ডিয়া কর্মসূচির কথা উল্লেখ করে প্রদানমন্ত্রী মোদী বলেন, 'আমাদের দেশীয় নির্মাতারা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম উৎপাদন শুরু করেছেন এবং করোনা বিরুদ্ধে লড়াইয়ে যাঁরা প্রথম সারিতে যারা রয়েছেন তাদেরকে প্রায় এক কোটি পিপিই সরবরাহ করেছেন। আমি নিশ্চিত আপনারা আরোগ্য সেতুর অ্যাপের কথা শুনেছেন। বারো কোটি স্বাস্থ্য সচেতন মানুষ এটি ডাউনলোড করেছেন। করোনভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আরোগ্য় অ্য়াপ খুবই সহায়ক হয়েছে।'
করোনা অতিমহামারী ঠেকাতে দু'মাস ধরে লকডাউন জারি রয়েছে ভারতে। ১ জুন থেকে সরকার ধাপে ধাপে কয়েকটি নিষেধাজ্ঞা শিথিল করার কথা ঘোষণা করলেও দেশে সংক্রমণের হার উর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩৯২ জন। দেশে মোট পজিটিভের সংখ্যা ১,৯০,৫৩৫ জন। এই প্রেক্ষিতেই করোনাকে 'অদৃশ্য শক্তি' হিসাবে প্রধানমন্ত্রী আখ্যায়িত করেছেন বলে মনে করা হচ্ছে।