প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুক্রবার ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। সংকট সমাধানের জন্য সংলাপ এবং কূটনীতির পক্ষে ভারতের দীর্ঘস্থায়ী অবস্থানের কথা জানিয়েছেন।
ফোনে ফোনে কথা বলার সময়, রাশিয়া ও ভারতের দুই নেতা বিশ্বব্যাপী শক্তি এবং খাদ্য বাজারের অবস্থা নিয়েও আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী মোদীর কার্যালয়ের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “কৃষি পণ্য, সার এবং ফার্মা পণ্যের দ্বিপাক্ষিক বাণিজ্যকে কীভাবে আরও উৎসাহিত করা যায় সে বিষয়ে মোজী ও পুতিন মতবিনিময় করেছেন। এছাড়া তাঁদের মধ্যে আন্তর্জাতিক শক্তি এবং খাদ্য বাজারের অবস্থা সহ বিশ্বের নানা সমস্যা নিয়েও আলোচনা হয়েছে।'
ভারত রাশিয়ার অপরিশোধিত তেলের অন্যতম বৃহৎ আমদানিকারক দেশ। যা নিয়ে ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের সময় পশ্চিমী দেশগুলি সরব হয়েছে। তবে জোট নিরপেক্ষ অবস্থান তুলে ধরে জাতীয় স্বার্থের কথা জানিয়েছিল দিল্লি। এ দিন পুতিন মোদীকে বলেছিলেন যে রাশিয়া শস্য, সার এবং শক্তির একটি নির্ভরযোগ্য সরবরাহকারী হিসাবে রয়েছে।