/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/modi-759.jpg)
দলীয় কর্মীদের অভিবাদন মোদীর
মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর টুইট করে মহারাষ্ট্র ও হরিয়ানার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, মহারাষ্ট্রে ক্ষমতা বজায় রাখার জন্য বিজেপি এবং তাদের জোট শরিক শিবসেনাকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, শিবসেনাকে সঙ্গী করে মহারাষ্ট্রে ম্যাজিক ফিগার পার করতে পারলেও, হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি বিজেপি।
I thank the people of Haryana for blessing us. We will continue to work with the same zeal and dedication for the state’s progress. I laud the efforts of hardworking @BJP4Haryana Karyakartas who toiled extensively and went among the people to elaborate on our development agenda.
— Narendra Modi (@narendramodi) October 24, 2019
এই দুই রাজ্যের বিধানসভায় ফল ঘোষণার পরই একাধিক টুইটে রাজ্যের জনগণকে ধন্যবাদ জানান মোদী। হরিয়ানার জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী লেখেন, "আমাদের আশীর্বাদ করার জন্য হরিয়ানার জনগণকে ধন্যবাদ জানাই। একই উদ্যোগ নিয়ে কাজ চালিয়ে যাব। যারা প্রভূত পরিশ্রম করে হরিয়ানায় উন্নয়নের বিষয়টি জারি রেখে গিয়েছেন, তাঁদের আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি"।
I thank the people of Haryana for blessing us. We will continue to work with the same zeal and dedication for the state’s progress. I laud the efforts of hardworking @BJP4Haryana Karyakartas who toiled extensively and went among the people to elaborate on our development agenda.
— Narendra Modi (@narendramodi) October 24, 2019
অন্যদিকে, মহারাষ্ট্রের শিবসেনা এবং সমগ্র এনডিএ পরিবারকেও টুইট করে ধন্যবাদ জানান মোদী। প্রধানমন্ত্রী লেখেন, "মহারাষ্ট্রের জনগণ এনডিএ-কে অপার স্নেহ দিয়েছেন। আমরা আবারও জনগণের সমর্থন পেয়েছি। মহারাষ্ট্রের অগ্রগতির ক্ষেত্রে আমাদের কাজ অব্যাহত থাকবে। কঠোর পরিশ্রমের জন্য বিজেপি, শিবসেনা এবং আমাদের পুরো এনডিএ পরিবারের প্রত্যেককে অভিবাদন জানাচ্ছি।"
Read the full story in English