scorecardresearch

‘মোদী মহান, খুব ভাল মানুষ’, হাইড্রক্সিক্লোরোকুইন বিতর্কে সুর বদল ট্রাম্পের

‘কয়েক মিলিয়ন হাইড্রক্সিক্লোরোকুইন কিনেছিলাম। ২৯ মিলিয়নের থেকেও বেশি পরিমাণে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এ নিয়ে কথা বলেছিলাম। ওঁকে জিজ্ঞেস করেছিলাম, ওই ওষুধ দেবেন কি? উনি সত্য়িই মহান। খুবই ভাল উনি”।

trump g 7, ট্রাম্প, মোদী, জি ৭, মোদী ট্রাম্প কথা, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, india g7 countries, prime minister narendra modi, us president donald trump. trump modi
মোদী ও ট্রাম্প

হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি নিয়ে অবস্থান বদলালেন মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প। করোনার ‘গেমচেঞ্জার’ ওষুধ ভারত না দিলে রীতিমতো প্রত্যাঘাতের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এ ইস্যুতে রীতিমতো ভোল পাল্টে ‘বন্ধু’ মোদীর প্রশংসা করে এদিন মার্কিন প্রেসিডেন্ট বললেন, ”ভারত থেকে ২৯ মিলিয়নেরও বেশি হাইড্রক্সিক্লোরোকুইন কিনেছিল আমেরিকা। এখন রপ্তানি বন্ধ করেছে ভারত, কারণ, সেখানে দরকার এটা এখন”।

মোদীর ভূয়সী প্রশংসা করে ট্রাম্প বলেছেন, ”কয়েক মিলিয়ন হাইড্রক্সিক্লোরোকুইন কিনেছিলাম। ২৯ মিলিয়নের থেকেও বেশি পরিমাণে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এ নিয়ে কথা বলেছিলাম। ওঁকে জিজ্ঞেস করেছিলাম, ওই ওষুধ দেবেন কি? উনি সত্যিই মহান। খুবই ভাল উনি”।

এরপরই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ”জানেন কি, ওঁরা এটা রপ্তানি বন্ধ করেছে, কারণ ভারতে এটার এখন দরকার”। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন- ভারত করোনার ‘গেম চেঞ্জার’ ওষুধ না পাঠালে প্রতিশোধের ভাবনা আমেরিকার

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন না দিলে রীতিমতো প্রত্য়াঘাতের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এহেন হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই ভারত জানায়, করোনা বিধ্বস্ত কয়েকটি দেশকে তারা অত্য়াবশকীয় ড্রাগ সরবরাহ করবে। এদিকে, ট্রাম্পের হুঁশিয়ারি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলে।

প্রসঙ্গত, ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে ভারত দীর্ঘদিন ধরেই হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করে আসছে। বিশ্বের সবথেকে বেশি হাইড্রক্সিক্লোরোকুইন উৎপাদনকারী দেশগুলির মধ্যেও রয়েছে ভারত। করোনা মোকাবিলায় সেই প্রতিষেধক ব্যবহার করা হচ্ছে।

এদিকে, করোনায় কাবু আমেরিকা। সেখানে এখনও পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংক্য়া ছাড়িয়েছে ১২ হাজারেরও বেশি। লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন সে দেশে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Modi was great says trump hydroxychloroquine