Advertisment

গেরুয়া স্রোতে নামবদল, নতুন সংযুক্তি মহম্মদপুর, বদলে হল মাধবপুরম

কিন্তু, পঞ্চায়েত বা পুরসভা কি জায়গার নাম বদলাতে পারে, এটা তো দিল্লি সরকারের হাতে?

author-image
IE Bangla Web Desk
New Update
madhavpuram

কেন্দ্র থেকে রাজ্য, বিজেপি বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আসার পর নামবদল তাদের কাজের তালিকায় ঢুকে পড়েছে। কেন্দ্রীয় সরকারের স্টেডিয়াম থেকে রাস্তা অথবা প্রকল্পের নামবদলে নজির গড়েছে। আবার, উত্তরপ্রদেশ সরকারের স্টেশন থেকে শহরের নামবদল রীতিমতো শোরগোল ফেলেছে ভারতজুড়ে। এবার সেই পথ অনুসরণ করে তালিকায় নাম লেখাল দিল্লি বিজেপিও। তারাও এখানকার মহম্মদপুর গ্রামের বদলে করে দিল মাধবপুরম।

Advertisment

আনুষ্ঠানিক এই নামবদলে স্থানীয় বিজেপি জনপ্রতিনিধি ভগৎ সিং টোকাস তো বুধবার উপস্থিত ছিলেন। এসেছিলেন দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তাও। নামবদলে বেজায় খুশি গুপ্তা বললেন, 'মাধবপুরম গ্রামের নামবদলের প্রস্তাব পাশ হয়। সেই প্রক্রিয়া আজ সম্পূর্ণ হল। এখন থেকে মহম্মদপুরের বদলে এই গ্রাম মাধবপুরম নামে পরিচিত হবে। স্বাধীনতার ৭৫ বছর পর দাসত্বের কোনও চিহ্ন আর থাকা উচিত না। কোনও দিল্লিবাসীও চান না, সেটা থাকুক।'

কিন্তু, পঞ্চায়েত বা পুরসভা কি জায়গার নাম বদলাতে পারে, এটা তো দিল্লি সরকারের হাতে? এই প্রশ্নে সাংবাদিকদের আদেশ গুপ্তা বলেন, 'আমরা আমাদের দিক থেকে এটা করে দিলাম। এখন দিল্লি সরকার বলবে, নামটা বদলান উচিত কি না।' স্থানীয় বিজেপি জনপ্রতিনিধি টোকাসই নামবদলের আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে নামটা বদলানো হয়েছে বলেই আদেশ গুপ্তা জানান। এই প্রসঙ্গে ভগৎ সিং টোকাস বলেন, 'স্থানীয় বাসিন্দাদের হয়ে আমি প্রশাসনের কাছে নামবদলানোর আর্জি জানাই। আবেদন মঞ্জুর হয়েছে। গ্রামের নাম বদলাল।'

আরও পড়ুন- পুলিশে ছয়লাপ গ্রাম, গৃহবন্দি রুরকি মহাপঞ্চায়েতের উদ্যোক্তা ও দর্শকরা

গ্রামের নাম বদলের প্রস্তাবের কথা কীভাবে তাঁর মাথায় এল, সেকথা নিজেই জানিয়েছেন ভগৎ সিং টোকাস। বিজেপির স্থানীয় ওই জনপ্রতিনিধি বলেন, 'একটা সময় এই গ্রামের নাম মাধবপুরমই ছিল। মুঘল জমানায় স্থানীয় বাসিন্দাদের ভয় দেখিয়ে এই গ্রামের নাম জোর করে বদলানো হয়েছিল। স্থানীয় বাসিন্দারা তাই অনেক দিন ধরেই নাম বদলের দাবি জানাচ্ছিলেন। তাঁদের সেই দাবিই আমি প্রশাসনের কাছে তুলে ধরেছি।'

Read story in English

delhi renamed Madhavpuram village Mohammadpur
Advertisment