কোটায় ফের আত্মঘাতী জয়েন্ট পরীক্ষার্থী। এই নিয়ে চলতি বছরে দুটি আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। সোমবার সকালেই রাজস্থানের কোটায় ১৮ বছর বয়সী এক জেইই পরীক্ষার্থী আত্মহত্যা করে। উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোট। পরীক্ষার মাত্র ২ দিন আগে পড়ুয়ার চরম পদক্ষেপে দিশেহারা পরিবার-পরিজন। চলতি বছরে প্রায় এক সপ্তাহের মধ্যে কোটায় এটি দ্বিতীয় আত্মহত্যার ঘটনা।
জেইই মেইন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল ওই পড়ুয়া। ৩১ জানুয়ারি তার পরীক্ষার কথা ছিল। পুলিশ জানিয়েছে, মৃত পড়ুয়ার ঘর থেকে উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোট। তাতে লেখা হয়েছে "JEE পাশ করাটা আমার পক্ষে কঠিন। তাই, আমি আত্মহত্যা করা সিদ্ধান্ত নিয়েছি। আমি দুঃখিত। এটাই শেষ বিকল্প,"।
এর আগে ২৩ শে জানুয়ারি, উত্তরপ্রদেশের এক ছাত্র, যিনি কোটায় NEET-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তিনি আত্মহত্যা করেন। মোরাদাবাদের ওই ছাত্রের নাম মহম্মদ জাইদ। কোটা, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার জন্য কোচিং ইনস্টিটিউটগুলির জন্য পরিচিত। ২০২৩ সালে সেখানে ২৯ জন পড়ুয়ার আত্মহত্যা ঘটনা ঘটে৷ কর্তৃপক্ষ কোচিং সেন্টারগুলির চাপের কারণে ছাত্রদের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলি মোকাবেলা করার চেষ্টা করছে৷