/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/Modi-3.jpg)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদীর স্বপ্নপূরণ! এশিয়ান গেমসে ১০০ পদক জিতে ইতিহাস গড়ল ভারত। আর সেই গর্বের মুহূর্ত গোটা দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি একটি এক্স পোস্টে লিখেছেন, “পুরো দেশের জন্য একটি গর্বের মুহূর্ত.."।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এশিয়ান গেমসে ভারতের হয়ে ইতিহাস তৈরি করার জন্য ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন। এশিয়ান গেমসে ১০০ টি পদক জিতে ভারত ইতিহাস তৈরি করেছে, ভারতের ঝুলিতে ২৫ টি সোনা।
এশিয়ান গেমসে ১০০টি পদক জিতে ইতিহাস তৈরি করেছে ভারত। এই ১০০টি পদকের মধ্যে, ভারত জিতেছে ২৫টি স্বর্ণ এবং ৩৫টি রৌপ্য এবং ৪০টি ব্রোঞ্জ পদক। এর আগে কোনও দিন ১০০ পদক ছোঁয়া তো দূরের কথা, তার ধারেকাছেও যেতে পারেননি অ্যাথলিটেরা। এবারের এশিয়ান গেমসে ১০০টি পদক জিতে ইতিহাস তৈরি করেছে দেশ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পদক জেতার জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট শেয়ার করে ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন। ২০১৮ সালের এশিয়ান গেমসে ভারত ৭০ টি পদক জিতেছিল।
India shines brighter than ever before at the Asian Games!
With 71 medals, we are celebrating our best-ever medal tally, a testament to the unparalleled dedication, grit and sporting spirit of our athletes.
Every medal highlights a life journey of hard work and passion.
A… pic.twitter.com/lkLaRvm8pn— Narendra Modi (@narendramodi) October 4, 2023
পোস্টটি শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, "এশিয়ান গেমসে ভারত অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা আমাদের সর্বকালের সেরা পদক সংখ্যা উদযাপন করছি, যা আমাদের ক্রীড়াবিদদের অতুলনীয় উত্সর্গ, দৃঢ়তা এবং ক্রীড়া দক্ষতার প্রমাণ।" সমগ্র জাতির জন্য একটি গর্বের মুহূর্ত.. আমাদের ক্রীড়াবিদদের অভিনন্দন।"এছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ওজস প্রবীণ দেওতালে এবং জ্যোতি সুরেখা ভেন্নামকে এশিয়ান গেমসে স্বর্ণ পদক জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন।
First Gold Medal in Archery at the Asian Games!
Well done @VJSurekha and Ojas, for hitting the bullseye in the Mixed Team Compound event, leading to a perfect podium finish. Their exceptional skill, precision and teamwork has ensured great results. Congrats to them. pic.twitter.com/UHNOznTHwe— Narendra Modi (@narendramodi) October 4, 2023
প্রধানমন্ত্রী ছাড়াও, জেপি নাড্ডাও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন এবং ভারতীয় অ্যাথালিটদের তাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়েছেন।
Heartiest congratulations to our athletes for scripting history at #AsianGames2022 as India witnesses its best ever performance in an Asiad.
With 71 medals and counting, our contingent has made the entire nation proud with their indomitable determination, zeal, and passion for… pic.twitter.com/w24H6wOGOG— Jagat Prakash Nadda (@JPNadda) October 4, 2023