দেশের অন্যান্য প্রান্তের মতো মোমো আতঙ্কে ভুগছে এ রাজ্যও। হোয়াটস অ্যাপে ভয়াল চেহারার ছবি ও মেসেজ দেখে চমকে উঠেছিলেন জলপাইগুড়ির তরুণী। যে ঘটনার জেরেই মূলত এ রাজ্যে মোমো চ্যালেঞ্জের আতঙ্ক গ্রাস করে। তবে শুধু জলপাইগুড়িই নয়, পড়শি এলাকা শিলিগুড়িতেও ছড়িয়েছে মোমো আতঙ্ক। এমনকি, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গও কার্যত মোমো আতঙ্কে থরহরি কম্প। মায় কলকাতাতেও মোমো চ্যালেঞ্জের প্রস্তাব পেয়েছেন এক মহিলা। অন্যদিকে, মোমো চ্যালেঞ্জের জেরেই কার্শিয়ঙে এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে এবার রাজ্যবাসীকে ওই মারণগেমের হাত থেকে বাঁচাতে মরিয়া পুলিশ-প্রশাসনও।
মোমো চ্যালেঞ্জ নিয়ে বলতে গিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত স্কুলে সচেতনতা বাড়ানোর কথা বলেছিলেন। এবার সিআইডি-র তরফেও রাজ্যবাসীকে এ ধরনের মারণগেম নিয়ে সচেতন বার্তা দেওয়া হল। সোমবার টুইটারে মোমো চ্যালেঞ্জ নিয়ে সচেতনতামূলক পোস্ট করল সিআইডি। বাচ্চারা যাতে এ ধরনের মারণগেমের খপ্পরে না পড়ে, সেজন্য অভিভাবকদের বাড়তি সচেতন হতে পরামর্শ দিয়েছে সিআইডি। এমনকি, মোমো চ্যালেঞ্জ সংক্রান্ত কোনওরকম তথ্য পেলে, তা স্থানীয় থানা বা সিআইডি-কে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, মোমো চ্যালেঞ্জ নিয়ে তৎপর কলকাতা পুলিশের সাইবার সেলও।
আরও পড়ুন, মোমো চ্যালেঞ্জের খপ্পর থেকে বাঁচবেন কীভাবে?
সিআইডি-র তরফে বলা হয়েছে, কোনও লিঙ্ক বা ফাইলে না ক্লিক করতে। বিশেষজ্ঞরাও বলছেন, এ ধরনের কোনও মেসেজ এলে তা উপেক্ষা করতে, আর ভুলেও কোনও লিঙ্কে ক্লিক না করতে। এমনকি, বারবার এমন মেসেজ আসতে থাকলে তা পুলিশকে জানানোরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।