Advertisment

মোমো চ্যালেঞ্জ নিয়ে রাজ্যে এখনও কোনও অভিযোগ নেই, দাবি সিআইডির

ডিআইজি সিআইডি (অপারেশনস) নিশাত পারভেজ বলেন মোমো চ্যালেঞ্জ নিয়ে অনেক ভুয়ো মেসেজ আসছে। ভয় দেখানোর জন্যই এমন মেসেজ করা হচ্ছে অনেক ক্ষেত্রে।

author-image
IE Bangla Web Desk
New Update
momo challenge, মোমো চ্যালেঞ্জ

মোমো চ্যালেঞ্জ গেম নিয়ে সচেতন বার্তা সিআইডির। ছবি: টুইটার।

মোমো চ্যালেঞ্জর মতো মারণগেম খেলার মেসেজ পাওয়ার খবর রোজই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিলছে। কিন্তু এ রাজ্যে মোমো চ্যালেঞ্জ নিয়ে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি বলে মঙ্গলবার দাবি করল সিআইডি। এমনকি মোমো চ্যালেঞ্জ নিয়ে রাজ্যে যে সমস্ত খবর প্রকাশ্যে এসেছে, সেসব ঘটনার সঙ্গে মোমো চ্যালেঞ্জের কোনও যোগসূত্র নেই বলে মঙ্গলবার জানাল সিআইডি।

Advertisment

এদিন ডিআইজি সিআইডি (অপারেশনস) নিশাত পারভেজ বলেন যে মোমো চ্যালেঞ্জ নিয়ে অনেক ভুয়ো মেসেজ আসছে। ভয় দেখানোর জন্যই এমন মেসেজ করা হচ্ছে অনেক ক্ষেত্রে। এ প্রসঙ্গে পারভেজ বলেন, "অনেকেই বদমাইশি করে মানুষকে ভয় দেখানোর জন্য মোমো চ্যালেঞ্জ নিয়ে অজানা নম্বর থেকে হয়তো ভুয়ো মেসেজ পাঠাচ্ছেন।"

momo challenge, মোমো চ্যালেঞ্জ সাংবাদিক বৈঠকে নিশাত পারভেজ। ছবি: সৌরদীপ সামন্ত

এদিন সাংবাদিক বৈঠকে পারভেজ জানান, তিনিও মোমো চ্যালেঞ্জ নিয়ে একটি মেসেজ পেয়েছেন। যদিও এই মেসেজটি বানানো বলে পরে জানান তিনি। মোমো চ্যালেঞ্জ নিয়ে কেউ কোনও ভুয়ো মেসেজ পাঠাতে পারে কিনা তা যাচাইয়ের জন্য এমন মেসেজ পরীক্ষামূলক ভাবে তৈরি করা হয়। যে মেসেজ এদিন সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন তিনি।

তবে কি রাজ্যে এত যে মোমো চ্যালেঞ্জ গেম খেলার মেসেজ আসছে, সবই ভুয়ো? জবাবে পারভেজ বলেন, "এমন ধরনের ভুয়ো মেসেজ তৈরি করা যায়। কিছুটা হয়তো ভুয়ো মেসেজ। তবে পুরোপুরি এখনও বলা যায় না যে এ ধরনের সব মেসেজ ভুয়ো।"

এ রাজ্যে জলপাইগুড়িতে এক তরুণীর ফোনে প্রথম মোমো চ্যালেঞ্জের মেসেজ আসে বলে খবর ছড়ায়। অন্যদিকে, কার্শিয়ঙে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় মোমো চ্যালেঞ্জ গেমের যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ প্রসঙ্গে পারভেজ বলেন, "আমাদের কাছে এখনও কেউ মোমো চ্যালেঞ্জ নিয়ে অভিযোগ জানাননি। রাজ্যের কোনও জেলাতেও কেউ মোমো চ্যালেঞ্জের মেসেজ পেয়েছেন, এমন খবরও আমাদের কাছে নেই। কার্শিয়ঙের ঘটনায় এখনও পর্যন্ত মোমো চ্যালেঞ্জের কোনও যোগসূত্র মেলেনি।" তবে তিনি জানান, এমন ধরনের অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে। এমনকি, কেউ মোমো চ্যালেঞ্জ নিয়ে কোনও ভুয়ো মেসেজ ছড়িয়ে থাকলে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

momo challenge, মোমো চ্যালেঞ্জ নিশাত পারভেজকে পাঠানো ভুয়ো মেসেজ। ছবি: সৌরদীপ সামন্ত

আরও পড়ুন, মোমো চ্যালেঞ্জের খপ্পর থেকে বাঁচবেন কীভাবে?

মোমো চ্যালেঞ্জ গেম নিয়ে সকলকে সচেতন হতে পরামর্শ দেন তিনি। এ প্রসঙ্গে পারভেজ বলেন, "সবাই সজাগ থাকুন। এধরনের মেসেজ পেলে শীঘ্রই পুলিশকে জানান। জেলা স্তরে পুলিশ সুপার, কমিশনারদেরও তৎপর হতে বলা হয়েছে এ ধরনের ঘটনা নিয়ে। তবে অযথা আতঙ্কিত হবেন না।"

kolkata news CID
Advertisment