Advertisment

সার্ধশত জন্ম জয়ন্তীতে বিশেষ শ্রদ্ধার্ঘ, গান্ধীর নামে ডাকটিকিট প্রকাশ করল মোনাকো

বিশেষ ওই ডাকটিকিটে গান্ধীজির মূল্যবোধের কথা তুলে ধরা হয়েছে। এছাড়াও সেখানে লেখা রয়েছে, 'ঈশ্বরই সত্য'। প্রত্যেকটি গান্ধী ডাকটিকিটের দাম স্থির করা হয়েছে ২.১০ ইউরো।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মোনাকোয় প্রকাশিত গান্ধী ডাকটিক

কেবল ভারতের আগ্রগতি নয়, সমগ্র বিশ্বের উন্নয়ের কথা বলেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। ভারতজুড়ে বুধবার সাড়ম্বরে পালিত হচ্ছে 'বাপুর' সার্ধশত জন্ম জয়ন্তী। অহংসার কথা বলেছেন গান্ধীজি। ২০০৭ সালের ১৫ই জুন রাষ্ট্রসংঘ এই দিনটিকে (২রা অক্টোবর) 'আন্তর্জাতিক অহিংস' দিবস হিসেবে ঘোষণা করেছে। এবার জাতির জনককে বিশেষ শ্রদ্ধা নিবেদন করল পশ্চিম ইউরোপের দেশ মোনাকো।

Advertisment

গান্ধীর ছবি ও নাম দিয়ে ডাক টিকিট প্রকাশের কথা জানিয়েছে তারা। ২রা অক্টোবর বিশেষ সেই ডাকটিকিট প্রকাশ্যে আসবে। প্রায় ৪০ হাজার গান্ধী ডাকটিকি বিক্রি করা হবে বলে জানিয়েছে মোনাকো প্রশাসন। পোস্ট অফিস ও ফিলাটেলিক সহ বেশ কয়েকটি নিদৃষ্ট সংস্থার মাধ্যমে তা পৌঁছে যাবে মোনাকোবাসীর কাছে। প্রত্যেকটি গান্ধী ডাকটিকিটের দাম স্থির করা হয়েছে ২.১০ ইউরো।

আরও পড়ুন: Gandhi Jayanti 2019 Live Updates: গান্ধীর সার্ধশতবর্ষ, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-রাহুল গান্ধীর

মোনাকো প্রশাসনের এক আধিকারিক জানান, 'বিশেষ ওই ডাকটিকিটে গান্ধীজির মূল্যবোধের কথা তুলে ধরা হয়েছে।' এছাড়াও সেখানে লেখা রয়েছে, 'ঈশ্বরই সত্য'। এর আগে, আবু ধাবিতে যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে গান্ধীজির সার্ধশত জন্ম জয়ন্তী উপলক্ষে ডাকটিকিট প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।

৮৬৯ সালের আজকের দিনে গুজরাটের পরবন্দরে জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী। পেশায় আইনজীবী মোহননদাস করমচাঁদ গান্ধী এরপর দীর্ঘকাল দক্ষিণ আফ্রিকায় কাটান ও সেখানে বঞ্চিতদের অধিকারের দাবিতে আন্দোলনে উল্লেখযোগ্যভাবে শামিল হন। এরপর, তাঁর শৃঙ্খলিত দেশমাতৃকার ডাকে তিনি ভারতে ফিরে আসেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সুদীর্ঘ্য সত্যাগ্রহের পথে আন্দোলন চালিয়ে যান। ভারত যে একটি জাতি- এই বোধ গঠনে মহাত্মার ভূমিকা অনস্বীকার্য বলে মনে করা হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির অবদান চিরস্মরণীয়। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। এর মাধ্যমেই ইংরেজ স্বৈরশাসনের বিরুদ্ধে দেশবাসীকে জাগ্রত করতে পেরেছিলেন বাপু। এ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি। গান্ধীর নেতৃত্বে এই লড়াই সমগ্র বিশ্বের মানুষের স্বাধীনতা ও অধিকার পাওয়ার আন্দোলনে অনুপ্রেরণা বলে মনে করা হয়।

Read the full story in English

Mahatma Gandhi
Advertisment