Advertisment

ক্লিন্টন সম্পর্কে প্রশ্ন করায় মঞ্চত্যাগ করলেন মনিকা লিউনস্কি

প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে মঞ্চ ছেড়ে চলে যান মনিকা, যাওয়ার আগে বলেন, ‘‘আমি দুঃখিত। আমার পক্ষে এ জিনিস চালানো সম্ভব নয়।’’

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মঞ্চ ছাড়লেন মনিকা (ফাইল ফোটো)

মনিকা লিউনস্কিকে এত বছর পরেও তাড়া করে ফিরছে বিল ক্লিন্টনের সঙ্গে সম্পর্কের ভূত। তার জেরেই একটি ইজরায়েলি টিভি অনুষ্ঠান কাটছাঁট করলেন এই বর্তমান উৎপীড়ন বিরোধী আন্দোলনের কর্মী।  এক অনুষ্ঠানে তাঁকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে এমন কিছু প্রশ্ন করা হয়, যা সীমা-ছাড়ানো বলে মনে করছেন তিনি। সেই কারণেই মঞ্চ ছেড়ে চেলে যান মনিকা।

Advertisment

হোয়াইট হাউসের কর্মী মনিকা লিউনস্কির সঙ্গে সম্পর্কের জেরে গত শতাব্দীর নয়ের দশকে রাজ্যপাট ছাড়তে হয় বিল ক্লিন্টনকে। জেরুজালেমে সোশাল মিডিয়ার বিপদ সম্পর্কে এক ভাষণ পরবর্তীতে সোমবার ভাষণ দেন মনিকা। তারপর ইজরায়েলের এক টেলিভিশন অ্যাঙ্করের সঙ্গে প্রোগ্রাম ছিল তাঁর।

প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে মঞ্চ ছেড়ে চলে যান মনিকা, যাওয়ার আগে বলেন, ‘‘আমি দুঃখিত। আমার পক্ষে এ জিনিস চালানো সম্ভব নয়।’’ মনিকাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি এখনও ক্লিন্টনের কাছ থেকে ব্যক্তিগত স্তরে ক্ষমাপ্রার্থনা প্রত্যাশা করেন কিনা।

গত জুন মাসে এনবিসি-র এক সাক্ষাৎকারে ক্লিন্টন বলেছিলেন, ‘‘আমি ওর (মনিকা) সঙ্গে কথা বলিনি। কিন্তু একাধিকবার আমি জনসমক্ষে বলেছি যে আমি দুঃখিত।’’

জেরুজালেমের অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করার ব্যাপারে মনিকা নিজের টুইটার হ্যান্ডেলে লিখিছেন, ‘‘কী নিয়ে আমরা আলোচনা করব আর কী নিয়ে আলোচনা করব না, সে নিয়ে সুস্পষ্ট নির্দেশিকা ছিল।’’

‘‘সত্যি বলতে কী, ইন্টারভিউয়ার আমাকে প্রথমে যে প্রশ্নটা করেন, সেটা উনি আমাকে আগের দিনও, যেদিন আমাদের প্রথম দেখা হয়, সেদিন করেছিলেন। আমি বলেছিলাম, এটা সীমা ছাড়ানো... আমি মঞ্চত্যাগ করেছি কারণ আমি মনে করি, মহিলাদের নিজের জন্য বাঁচা সবচেয়ে জরুরি, অন্য কাউকে মেয়েদের জবানী নিয়ন্ত্রণ করতে দেওয়া যাবে না।’’ লিখেছেন ৪৫ বছর বয়সী মনিকা লিউনস্কি।

White House
Advertisment