করোনার দ্বিতীয় ঢেউয়ে বেহাল দেশের স্বাস্থ্য ব্যবস্থা। কোথাও নেই বেড, নেই অক্সিজেন। কোনও কোনও রাজ্যে আবার অপ্রতুল টিকা। এই আবহে কেন্দ্রীয় সরকারকে করোনা প্রতিরোধে পরামর্শ দিলেন মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রী রবিবার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে করোনা টিকা সরবরাহে সরকারকে আরও স্বচ্ছ হতে পরামর্শ দেন মনমোহন সিং।
Advertisment
সেই চিঠিতে প্রাক্তন প্রধানমন্ত্রী লেখেন, ‘কত টিকা কীভাবে আমদানি হচ্ছে? কোথায় তৈরি হচ্ছে? সরকারি সেই নির্দেশিকা পাবলিক ডোমেনে আনুক কেন্দ্র। কোন রাজ্যের কত টিকার চাহিদা? কীভাবে সেই টিকা সরবরাহ হবে? সেটাও স্বচ্ছতা বজায়ে প্রকাশ্যে আনা হোক।‘
তিনি বলেছেন, ‘টিকাদানের যোগ্যতা রাজ্যগুলোর হাতে ছেড়ে দেওয়া হোক। করোনা যোদ্ধাদের টিকাদানে আরও বেশি সময় বাড়ানো হোক। ৪৫ বছরের নীচে যারা করোনা যোদ্ধা, তাঁদের টিকাদানে সম্মতি দেওয়া হোক।‘
দেখুন সেই চিঠি--
তাঁর মতে, ‘ঘরোয়া সরবরাহ ক্রমশ কমছে। তাই হু স্বীকৃত সংস্থা, যেমন ইউরোপিয়ান মেডিক্যাল এজেন্সির মতো সংস্থা, যে টিকায় ছাড়পত্র দিচ্ছে সেইগুলোকে অনুমোদন দিক কেন্দ্র। সেক্ষেত্রে ঘরোয়া ট্রায়াল পদ্ধতি ছাড়াই গণটিকাকরণে ব্যবহার হোক সেই ভ্যাকসিন’
প্রাক্তন প্রধানমন্ত্রীর চিঠিতে উল্লেখ, ‘মানুষ এখন মুখিয়ে রয়েছে কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। কিন্তু মহামারীর সঙ্গে লড়তে আমাদের অনেক কিছু করার আছে। কিন্তু তার আগে গণটিকাকরণে গতি আনতে উদ্যোগী হোক কেন্দ্র।‘