তাঁর আসার কথা ছিল আগামী মাসের পয়লা তারিখে। নির্ধারিত সময়ের তিন দিন আগেই তিনি দরজায় কড়া নাড়লেন। তিনি আর কেউ নন, যাঁর জন্য এই মুহূর্তে প্রায় সকলেই হা পিত্যেশ করে বসে রয়েছেন, সেই বর্ষা। ইতিমধ্যেই বর্ষা দেবী পা রেখেছেন কেরালায়। ১ জুন সেখানে বর্ষা আসার কথা ছিল। কিন্তু, তার আগে এদিনই দক্ষিণের এই রাজ্যে ঢুকে পড়ল সে।
প্রতিবছর এ দেশে প্রথম বর্ষার আগমন ঘটে কেরালাতেই। কেরালায় বর্ষা আসা মানেই দেশের বাকি অংশে বারিধারার জন্য কার্যত সময়ের অপেক্ষা। কলকাতাও এর ব্যতিক্রম নয়। কেরালায় নির্ধারিত দিনের আগেই বর্ষা ঢুকে পড়ায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন জেগেছে, তবে কি এ রাজ্যেও বর্ষা ঢুকছে আগেভাগেই? সে ব্যাপারে অবশ্য খুব একটা মুখ খুলতে রাজি হলেন না আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি জানয়েছেন, ‘‘এখানে কবে বর্ষা আসবে, তা এখনই বলা সম্ভব নয়। কলকাতায় বর্ষার আসার নির্দিষ্ট তারিখ ১০ জুন।’’
আরও পড়ুন, CBSE 10th Result 2018 Live Updates: প্রকাশ হয়ে গেল পরীক্ষার ফল
কয়েক মাসের দাবদাহ কাটিয়ে স্বস্তির বর্ষায় ভিজতে বরাবরই মুখিয়ে থাকেন রাজ্যবাসী, এ বছরও তার ব্যতিক্রম নয়। যদিও বেশ কয়েকবার কালবৈশাখীর দাপটে অস্বস্তি থেকে রেহাই পেয়েছেন কলকাতা সহ রাজ্যের বাসিন্দারা। কিন্তু অস্বস্তি একেবারে উধাও হয়ে যায়নি। কবে বর্ষার দৌলতে কিছুটা স্বস্তি মিলবে, সেদিকেই নজর রাজ্যবাসীর।