এ বছর বর্ষায় প্রকৃতির ভয়াল রূপ দেখেছে কেরালা। তবে শুধু কেরালাই নয়, দেশের অন্য রাজ্যেও বর্ষা, বৃষ্টি যেমন প্রাণ কেড়েছে তেমনই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিও হয়েছে। এ বছর বর্ষায় ১৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে সোমবার জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যার মধ্যে কেরালাতেই মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। ১০টি রাজ্য বর্ষা, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে, কেরালায় ভয়াবহ বন্যায় ৪৮৮ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণের ওই রাজ্যের ১৪টি জেলায় বন্যায় ৫৪.১১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সে রাজ্যে ১৪.৫২ লক্ষ মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে, ৫৭ হাজার ২৪ হেক্টরেরও বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, শুধু কেরালাই নয়, বর্ষায় অন্য রাজ্যেও মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা ২৫৪। দুর্যোগে মৃত্যুর সংখ্যার নিরিখে উত্তরপ্রদেশের পরই রয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে মৃতের সংখ্যা ২১০। কর্নাটকে মৃতের সংখ্যা ১৭০, মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ছুঁয়েছে ১৩৯, গুজরাতে মৃত্যু হয়েছে ৫২ জনের, আসামে মৃত ৫০, উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা ৩৭, ওড়িশায় মৃত্যু হয়েছে ২৯ জনের, নাগাল্যান্ডে এই সংখ্যা ১১।
আরও পড়ুন, বন্যায় ক্ষতির অঙ্ক রাজ্যের বার্ষিক পরিকল্পনা খাতের থেকেও বেশি: কেরালার মুখ্যমন্ত্রী
এদিকে দুর্যোগে নিখোঁজ হয়েছেন মোট ৪৩ জন, যার মধ্যে, কেরালার ১৫ জন রয়েছেন বলে জানা গিয়েছেন। নিখোঁজদের মধ্যে ১৪ জন উত্তরপ্রদেশের, পশ্চিমবঙ্গের ৫ জন, উত্তরাখণ্ডের ৬ জন, কর্নাটকের ৩ জন রয়েছেন। ১০টি রাজ্যে বৃষ্টি-ধসে ৩৮৬ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
বৃষ্টি-বন্যায় বিধ্বস্ত হয়েছে ওড়িশার ৩০টি জেলা, মহারাষ্ট্রের ২৬টি জেলা, আসামেপ ২৫টি জেলা। অন্যদিকে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ২৩টি জেলা। এছাড়াও কেরালার ১৪টি জেলা, উত্তরাখণ্ডের ১৩টি জেলা, কর্নাটক ও নাগাল্যান্ডের ১১টি জেলা ও গুজরাতের ১০টি জেলাও ক্ষতিগ্রস্ত হয়েছে।