Advertisment

Covid বিধি মেনে ১৯ জুলাই থেকে বসতে পারে Parliament-র বাদল অধিবেশন

Monsoon Session: প্রথামাফিক জুলাইয়ের তৃতীয় সপ্তাহে বাদল অধিবেশন বসে আর স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগাস্টের আগে শেষ হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Parliament, Monsoon Session, Covid-19

১৯ জুলাই থেকে থেকে শুরু হয়েছে বাদল অধিবেশন।

Parliament Monsoon Session: ১৯ জুলাই থেকে শুরু হতে পারে সংসদের বাদল অধিবেশন। ১৩ আগস্ট এই অধিবেশন শেষ হওয়ার কথা। সংসদ সূত্রে মঙ্গলবার এমনটাই জানা গিয়েছে। প্রথামাফিক জুলাইয়ের তৃতীয় সপ্তাহে বাদল অধিবেশন বসে আর স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগাস্টের আগে শেষ হয়। সেই প্রথা এবার মানা হবে কি? ঠিক করবে সংসদ বিশয়ক ক্যাবিনেট কমিটি।

Advertisment

জানা গিয়েছে, সংসদ ভবনে প্রবেশের ক্ষেত্রে করোনার অন্তত একটি ডোজ বাধ্যতামুলক করতে পারে স্পিকার অফিস। কোভিড বিধি মেনেই চলবে অধিবেশন। এমনটাই সূত্রের খবর।  এদিকে, রিযায়ীদের বিশেষ নজর দিয়ে চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে ‘এক দেশ এক রেশন’ প্রকল্প চালুর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ এভং বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।

কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নির্দেশে উল্লেখ রয়েছে, ‘এক দেশ, এক রেশন কার্ড’-র কাজ ভালোভাবে করতে অনলাইন পোর্টাল চালু করা প্রয়োজন। সেখানে সকলের নাম রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। বিশেষ করে অসংগঠিত ও পরিযায়ী শ্রমিকদের তথ্যাদি ওই পোর্টালে নির্ভুলভাবে নথিভুক্ত করা হয়, সেদিকেও কেন্দ্রকে নজর দিতে হবে গোটা কাজ ৩১ জুলাইেয়র মধ্যে শেষ করতে হবে। এরপরই ভারতজুড়ে ‘এক দেশ, এক রেশন কার্ড’প্রকল্প চালু হবে।

উল্লেখ্য, ৩৪ রাজ্য ও কেন্দ্র সাসিত অঞ্চলের মধ্যে বর্তামানে দিল্লি, পশ্চিমবঙ্গ ও আসাম বাদে গোটা দেশেই ‘এক দেশ, এক রেশন কার্ড’ ব্যবস্থা চালু রয়েছে। ‘এক দেশ এক রেশন’ প্রকল্পের ফলে পরিযায়ী শ্রমিক দেশের অন্য যে কোনও রাজ্যে নিজের অংশের রেশন তুলতে পারবেন। ফলে খাদ্যবণ্টন প্রক্রিয়া আরও সহজ হয়ে যাবে। লাভবান হবেন দেশের বিভিন্ন প্রান্তে থাকা রাজ্যের পরিযায়ী শ্রমিকরা

অপরদিকে, দেশে দৈনিক সংক্রমণ অনেকটাই কমল। করোনায় মৃত্যুর সংখ্যাও হাজারের নিচে। স্বাস,থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে ভারতে গত ২৪ ঘন্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। যা গত ১০২ দিনে সর্বনিম্ন। চলতি বছর ১৭ মার্চ দেশে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পেরিয়েছিল। গত দিন একদিনে আক্রান্তের হার ছিল ৪৬ হাজারের সামান্য বেশি। সোমবারের তুলনায় যা ৮ হাজার ৫৮২ কম। অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯ জনে। একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ৫৬ হাজার ৯৯৪ জন। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। অর্থাৎ পর পর দু’দিন দৈনিক মৃত্যুর হার হাজারের নীচেই থাকলো।

ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭। করোনাজয়ী ২ কোটি ৯৩ লক্ষ ৬৬ হাজার ৬০১। সুস্থতার হার বাড়ছে। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৬.৮৬ শতাংশ। করোনার বলি হয়েছেন ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জন।

Parliament Indian Parliament Monsoon Session Vacciantion
Advertisment