/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/monsoon-759.jpg)
কলকাতায় পা রাখল বর্ষা। ছবি- সৌরদীপ সামন্ত, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
প্যাচপ্যাচে গরমের দিন আপাতত শেষ। অবশেষে স্বস্তির বর্ষা পা রাখল রাজ্যে। নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে এবার রাজ্যের দক্ষিণবঙ্গে প্রথমবার পা রাখল বর্ষা রানি। এ রাজ্যে এবার প্রথম বর্ষা ঢুকল কলকাতায়। কলকাতাসহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় ঢুকেছে মৌসুমী বায়ু। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের বাকি এলাকাতেও বর্ষা ঢুকছে বলে এদিন জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস।
কেরলে নির্ধারিত সময়ের ৩ দিন আগে এবার বর্ষা ঢুকেছিল। তবে কলকাতায় বর্ষা আসার স্বাভাবিক তারিখ ছিল ১০ জুন। সেদিক থেকে দেখতে গেলে, কলকাতায় স্বাভাবিক সময়ের একদিন বাদে বর্ষা পা রাখল এ রাজ্যে।
আরও পড়ুন, মুনিয়ার দৌড় আর শিম্পাঞ্জিদের খেলা, জমজমাট চিড়িয়াখানা
এ সপ্তাহেই যে রাজ্যে পা রাখছেন বর্ষাদেবী, গত সপ্তাহেই তার ইঙ্গিত দিয়ে রেখেছিল হাওয়া অফিস। গত সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টির শুরু হয়েছিল। ৯-১১ তারিখ রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আবহাওয়া দফতর। গতকাল কলকাতায় দুপুরের পর ব্যাপক বৃষ্টি হয়। শনিবারও কলকাতায় মুষলধারে বৃষ্টি হয়। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও বৃষ্টি হয়েছে এই ক’দিন। গত কয়েকদিনের হাঁসফাঁস গরমে বর্ষা কবে আসবে তার জন্য কার্যত চাতক পাখির মতো অপেক্ষা করেছিল রাজ্যবাসী। এদিনের আবহাওয়া দফতরের সুখবরে যে অনেকটাই স্বস্তি মিলল, তা বলাই বাহুল্য।