Advertisment

Gurpatwant Singh Pannun murder: পান্নুন হত্যার ষড়যন্ত্র, ভারতের উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা? আগামী সপ্তাহেই দেশে মার্কিন প্রতিনিধিদল

খালিস্তানি ইস্যু সহ দূতাবাসে হামলার বিষয়টি ভারতের তরফে তুলে ধরা হবে বলেই জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Pannum case, Gurpatwant Singh Pannun, Gurpatwant Singh Pannun assassination plot, Gurpatwant Singh Pannun us india, us accuses intelligence officer of assassination plot, india us ties, khalistani leader, khalistani separatist

তথা শিখস ফর জাস্টিসের নেতা পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে কথা বলতে ভারতে ফের মার্কিন প্রশাসনিক আধিকারিকরা।

খলিস্তানপন্থী মার্কিন নাগরিক গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে এক ভারতীয়র যুক্ত থাকার অভিযোগ উঠেছে। পাশাপাশি ভারতের এক সরকারি কর্তার এই কাণ্ডে জড়িত থাকার দাবি করেছে আমেরিকা। এবার এই অভিযোগ নিয়ে কথা বলতে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে একটি সরকারি প্রতিনিধিদল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আলোচনার জন্য আগামী সপ্তাহে ভারত সফরে আসছে।

Advertisment

উল্লেখ্য কানাডার বাসিন্দা খলিস্তানি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডেও ভারতীয় এজেন্টের যুক্ত থাকার অভিযোগ করেছে সে দেশের সরকার। পাশপাশি আমেরিকা পান্নুন হত্যায় ভারতীয় ষড়যন্ত্রের অভিযোগ করা মাত্র ভারত সরকার একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গড়েছে। রাজ্যসভায় এনিয়ে বিবৃতিও দিয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, আমেরিকা ও কানাডার অভিযোগকে ভারত এক দৃষ্টিতে দেখছে না। আমেরিকা তাদের অভিযোগের সঙ্গে কিছু তথ্যপ্রমাণ দিয়েছে। ভারত সরকার সেগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। কিন্তু কানাডা শুধুই অভিযোগ করেছে, প্রমাণ দেয়নি।

যদিও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডোর দাবি নিজ্জর হত্যায় তাঁর দেশের গোয়েন্দা কর্তাদের তদন্ত রিপোর্ট ভারত সরকারকে দেওয়া হয়েছে। মার্কিন বিদেশ সচিব আন্টনি ব্লিঙ্কেনও দিল্লি সফরের সময় পান্নুন প্রসঙ্গ তোলেন। তবে আমেরিকা স্পষ্ট করে দিয়েছে পান্নুন হত্যা ষড়যন্ত্র ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না।

লন্ডনের ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছেন, আমেরিকায় মার্কিন নাগরিক তথা শিখস ফর জাস্টিসের নেতা পান্নুনকে হত্যার চেষ্টা হয়েছিল। ষড়যন্ত্রে এক ভারতীয় এজেন্টের হাত ছিল। কিন্তু মার্কিন গোয়েন্দাদের তৎপরতায় ষড়যন্ত্র ভেস্তে যায়। পরে জানা যায়, নিখিল গুপ্ত নামে ভারতীয় এজেন্ট পান্নুন হত্যার জন্য পেশাদার খুনি হিসাবে যাকে নিয়োগ করেছিল সে একজন মার্কিন গোয়েন্দা। নিখিল গুপ্তকে চেকপ্রজাতন্ত্রের পুলিশ গ্রেফতার করে।

গত বছরের নভেম্বরে, ফেডারেল প্রসিকিউটর নিখিল গুপ্তর বিরুদ্ধে (৫২) আমেরিকায় খালিস্তানি সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন। নিখিল গুপ্ত ভারত সরকারের এক শীর্ষ সরকারি কর্মচারীর সঙ্গে মিলে আমেরিকায় পান্নুকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ রয়েছে। গত বছরের ৩০ জুন চেক প্রজাতন্ত্রের প্রাগে গ্রেফতার হন গুপ্তা।

স্বরাষ্ট্র মন্ত্রকের একজন সিনিয়র আধিকারিক বলেছেন যে তারা সমস্ত প্রস্তুতি নিয়েছেন। ডিসেম্বরে মার্কিন গোয়েন্দাদের সফরের পর, এটি মার্কিন সরকারের প্রতিনিধি দলের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে দেখা করতে আসছে। উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

Khalistan separatist Gurpatwant Singh Pannun interpol
Advertisment