Advertisment

চরম উৎকন্ঠা কাটিয়ে দেশে ফেরা, হামাসের হাতে আটক আরও বন্দি মুক্তির সম্ভাবনা

হামাস এ পর্যন্ত যুদ্ধবিরতির অংশ হিসেবে ৮১ জনকে মুক্তি দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Israel-Hamas War

নিখোঁজ পণবন্দিদের তালিকায় তাঁর কোনও পরিচিত আছেন কি না, দেখছেন পথচারীরা। (REUTERS/Ammar Awad)

ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি বাড়ানোর প্রচেষ্টার মধ্যে আজ আরও বন্দিকে মুক্তি দেওয়া হবে। ১০ ইজরায়েলি এবং দুই বিদেশী নাগরিক সহ আরও ১২ বন্দিকে মঙ্গলবারই হামাস মুক্তি দিয়েছে। এদিকে ইজরায়েল জেলবন্দি ৩০ প্যালেস্তাইনি নাগরিককে মুক্তি দিয়েছে। হামাস এ পর্যন্ত তাদের হাতে বন্দি মোট ৮১ জন বন্দিকে মুক্তি দিয়েছে।

Advertisment

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে বুধবার হামাস যে সকল বন্দিদের মুক্তি দিতে চলেছে তার একটি একটি তালিকা পেয়েছে ইজরায়েল। মঙ্গলবার হামাস আরও ১২ বন্দিকে মুক্তি দিয়েছে। যার মধ্যে ১০ জন ইজরায়েলি এবং দু'জন থাই নাগরিক। এদিকে যুদ্ধবিরতি মেনে ইজরায়েলও জেলবন্দী ৩০ প্যালেস্তাইনি নাগরিককে মুক্তি দিয়েছে।

হামাস এ পর্যন্ত যুদ্ধবিরতির অংশ হিসেবে সম্মত ১৫০ জনের মধ্যে মোট ৮১ জনকে মুক্তি দিয়েছে। এদের বেশিরভাগই মহিলা ও শিশু। চলমান যুদ্ধবিরতিতে ১৮০ প্যালেস্তাইনি জেলবন্দিকে মুক্তি দিয়েছে ইজরায়েল। মঙ্গলবার বন্দি মুক্তির পর হামাস এবং আইডিএফ উভয়ই যুদ্ধ বিরতি আরও সম্প্রসারণের আশা প্রকাশ করেছে।

Israel-Palestine clash
Advertisment